রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে হারালেন মুর্শিদা-জ্যোতিরা
রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে ক্রিকেটে নিজেদের দলীয় সর্বোচ্চ সংগ্রহ গড়ার পর স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়ে ১১৯ রানের বড় জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
বাংলাদেশের রেকর্ড গড়া সংগ্রহের পেছনে সবচেয়ে বড় অবদান মুরশিদা খাতুনের। ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
বাংলাদেশের দেওয়া ২৫১ রানের লক্ষ্য থেকে ১১৯ রান দূরে থাকতে ১৩১ করেই অলআউট হয় প্রোটিয়ারা। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছেন এলিজ-মারি মার্ক্স, ৩১ রান এসেছে সুনে লাসের ব্যাট থেকে। আর কোনো ব্যাটসম্যানই প্রতিরোধ গড়তে পারেননি। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন নাহিদা আক্তার, দুটি করে উইকেট নিয়েছেন সুলতানা, রাবেয়া ও ফাহিমা।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভার খেলে তিন উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে তো বটেই, ওয়ানডেতেও এটি বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। এর আগের সর্বোচ্চ ছিল পাকিস্তানের বিপক্ষে।
হ্যামিল্টনে গত বছর বিশ্বকাপে সাত উইকেট হারিয়ে ২৩৪ রান করেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। আর প্রোটিয়া মেয়েদের বিপক্ষে বাংলাদেশের আগের সর্বোচ্চ স্কোরটি ছিল ২০৬ রানের।
দারুণ এক উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ৬৬ রান এনে দেন শামীমা সুলতানা ও ফারাজানা হক। এই জুটি ভাঙেন এলিজ-মারি মার্ক্স। ৩৪ রান করে ফেরেন শামীমা। এরপর মুরশিদার সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে ডেলমি টাকারের বলে ৩৫ রান করে বিদায় নেন ফারজানা।
তবে এই জুটি ভাঙলেও বাংলাদেশের রানের চাকা সচল থাকে মুরশিদার ব্যাটে। অধিনায়ক জ্যোতিকে নিয়ে মুরশিদা গড়েন ৮০ রানের জুটি। দলীয় ১৯০ রানে ননকুদুলেকো মালাবার বলে ফিরতি ক্যাচ দিয়ে আউট হন জ্যোতি, তার ব্যাট থেকে আসে ৩৮ রান।
জ্যোতির বিদায়ের পর বাংলাদেশকে রেকর্ড গড়া সংগ্রহ এনে দেন মুরশিদা। তাকে সঙ্গ দেন আরেক অপরাজিত ব্যাটসম্যান স্বর্ণা আক্তার। খুব কাছে গিয়েও আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি না পাওয়া হয়নি মুরশিদার, ১০০ বলে ১২টি চারে ৯১ রান করে অপরাজিত থাকেন তিনি। মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এটি ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস।