দুই ঘণ্টাও টিকলো না কামিন্সের রেকর্ড, আইপিএলের সর্বোচ্চ দামি ক্রিকেটার স্টার্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে। আসরটির ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকে প্যাট কামিন্সকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। ২০.৫০ কোটি রুপিতে অজি অধিনায়ককে দলে ভেড়ায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু এই রেকর্ড দুই ঘণ্টাও টিকলো না, আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়ে গেলেন কামিন্সেরই স্বদেশী মিচেল স্টার্ক।
অজি পেসারকে ২৪.৭৫ কোটি রুপিতে দলে নিয়েছে দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৩২ কোটি টাকারও বেশি। আইপিএলের ইতিহাসে স্টার্কই এখন সবচেয়ে দামি ক্রিকেটার। কয়েক ঘণ্টা আগেও যা ছিলেন কামিন্স। এই নিলামের আগে আইপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার ছিলেন ইংল্যান্ডের স্যাম কারান। আইপিএলের গত আসরে ইংলিশ এই অলরাউন্ডারকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে নেয় পাঞ্জাব কিংস।
গত আসরেই সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটারের তিনটি রেকর্ড হয়। ২০২১ আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ড গড়েন ক্রিস মরিস। দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারকে ১৬.২৫ কোটি রুপিতে দলে নেয় রাজস্থান রয়্যালস। ২০২৩ সালের আসরে বেন স্টোকসকে একই দামে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। কিছুক্ষণের জন্য সর্বোচ্চ আইপিএলের ইতিহাসের দামি ক্রিকেটার থাকেন ইংলিশ এই অলরাউন্ডার।
এই আসরে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে ১৭ কোটি ৫০ লাখ রুপিতে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স। স্যাম কারানকে দল ভিড়িয়ে সব রেকর্ড ভেঙে দেয় পাঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকের সেরা পাঁচে থাকা সবাই অলরাউন্ডার। আগের রেকর্ডটিও ছিল ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংয়ের দখলে, ১৬ কোটি রুপিতে তাকে কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস।
এবারের আসরে স্টার্স-কামিন্স ছাড়াও আকাশ ছোঁয়া পারিশ্রমিকে দল পেয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। ১৪ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ১১.৭৫ কোটি রুপিতে ভারতীয় অলরাউন্ডার হার্শাল প্যাটেলকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। ৭.৪ রুপিতে রাজস্থান রয়্যালস দলে ভিড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েলকে।
৬.৮ কোটি রুপিতে অজি ওপেনার ট্রাভিস হেডকে কিনেছে সানরাইজার্স। দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েটজাকে দল নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, তাদের খরচা করতে হয়েছে ৫ কোটি রুপি। ৪ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসে ঠিকানা হয়েছে ইংলিশ ব্যাটসম্যান হ্যারি ব্রুকের। সমান পারিশ্রমিকে শার্দুল ঠাকুরকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। আরেক ইংলিশ ক্রিকেটার ক্রিস ওকসকে ৪.২ কোটি রুপিতে কিনেছে পাঞ্জাব কিংস।
আইপিএল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার
মিচেল স্টার্ক- কলকাতা নাইট রাইডার্স (২৪.৭৫ কোটি রুপি, ২০২৪)
প্যাট কামিন্স- সানরাইজার্স হায়দরাবাদ (২০.৫০ কোটি রুপি, ২০২৪)
স্যাম কারান- পাঞ্জাব কিংস (১৮.৫০ কোটি রুপি, ২০২৩)
ক্যামেরুন গ্রিন- মুম্বাই ইন্ডিয়ান্স (১৭.৫০ কোটি রুপি, ২০২৩)
বেন স্টোকস- চেন্নাই সুপার কিংস (১৬.২৫ কোটি রুপি, ২০২৩)
ক্রিস মরিস- রাজস্থান রয়্যালস (১৬.২৫ কোটি রুপি, ২০২১)