আইপিএল নিলামের সর্বোচ্চ দামি ৫ ক্রিকেটার
অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দলে ভিড়িয়ে পারিশ্রমিকের রেকর্ড ভেঙে দিচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলো। দুবাইয়ে চলমান নিলামে ২০.৫০ কোটি রুপিতে প্যাট কামিন্সকে দলে ভিড়িয়ে রেকর্ড গড়ে সানরাইজার্স হায়দরাবাদ।
দুই ঘণ্টার মধ্যেই এই রেকর্ড ভেঙে দেয় কলকাতা নাইট রাইডার্স। কামিন্সেরই স্বদেশী মিচেল স্টার্ককে দলে নিয়ে রেকর্ড গড়েছে আইপিএলের দুইবারের চ্যাম্পিয়নরা। অজি পেসারকে দলে ভেড়াতে তাদের খরচা করতে হয়েছে ২৪.৭৫ কোটি রুপি। যা আসরটির ইতিহাসে সর্বোচ্চ।
২০২১ আইপিএল থেকে খেলোয়াড়দের পারিশ্রমিকের পরিমাণ হুহু করে বেড়ে চলেছে। গত আসরে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটারের তিনটি রেকর্ড হয়, এবার সব ছাড়িয়ে গেল। এক নজরে দেখে নেওয়া যাক আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি ৫ ক্রিকেটারের তালিকা।
আইপিএল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক ৫ ক্রিকেটার
মিচেল স্টার্ক- কলকাতা নাইট রাইডার্স (২৪.৭৫ কোটি রুপি, ২০২৪)
প্যাট কামিন্স- সানরাইজার্স হায়দরাবাদ (২০.৫০ কোটি রুপি, ২০২৪)
স্যাম কারান- পাঞ্জাব কিংস (১৮.৫০ কোটি রুপি, ২০২৩)
ক্যামেরুন গ্রিন- মুম্বাই ইন্ডিয়ান্স (১৭.৫০ কোটি রুপি, ২০২৩)
বেন স্টোকস- চেন্নাই সুপার কিংস (১৬.২৫ কোটি রুপি, ২০২৩)