বাংলাদেশের হারে বিফলে ফারজানার সেঞ্চুরি
সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারলেন না ফারজানা হক। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে আট উইকেটে হেরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে দলীয় সর্বোচ্চ রানের ইনিংস গড়ে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে প্রোটিয়া মেয়েরা জিতে সিরিজে ১-১ এ সমতা নিয়ে আসল।
আগের ম্যাচের মতো ২৫০ রান না ছোঁয়া হলেও এই ম্যাচেও ভালো স্কোর গড়েছে বাংলাদেশ, যেখানে সবচেয়ে বড় অবদান রেখেছেন ফারজানা হক। এই ওপেনার তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে একমাত্র ফারজানাই নারী ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন। তবে তার আজকের প্রচেষ্টা সফল হয়নি দল হেরে যাওয়াতে।
২২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিং করেছে দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার ১০৬ রানের জুটি গড়ে ম্যাচ জয়ের রাস্তা দেখিয়ে দেন। অধিনায়ক লরা উলভার্ট ৬৭ বলে ৫৪ এবং তাজমিম ব্রিটস ৮৪ বলে ৫০ রান করেন। এরপর তৃতীয় উইকেটে ১১৭ রানের অবিচ্ছিন জুটি গড়েন এনেকে বশ্চ ও সুনে লাস। বশ্চ ৬৩ বলে সাত চারে ৬৫ রান করে অপরাজিত থাকেন, লাস অপরাজিত থাকেন ৫৭ বলে ৪৭ রান নিয়ে।
এর আগে টস হেরে আগে ব্যাট করে ৫০ ওভার খেলে চার উইকেট হারিয়ে ২২২ রানের লড়াকু পুঁজি গড়ে নিগার সুলতানা জ্যোতির দল। ওপেনার ফারজানা হক ১৬৭ বলে ১১টি চারে খেলেছেন ১০২ রানের ইনিংস। ইনিংসের শেষ ওভারে রানআউট হন তিনি। ফাহিমা খাতুনের ৪৮ বলে ৪৬ রানের ইনিংস বাংলাদেশের সংগ্রহকে ভালো পর্যায়ে নিয়ে যায়, যদিও শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ব্যাটিং দৃঢ়তায় জেতা হয়নি জ্যোতির দলের।