আম্পায়ারকে ভয় দেখিয়ে চার ম্যাচ নিষিদ্ধ কারান
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/12/21/curran.jpeg)
আম্পায়ারকে ভয় দেখানোর অপরাধে চলতি বিগ ব্যাশে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন টম কারান। যদিও ইংল্যান্ডের ২৮ বছর বয়সী এই অলরাউন্ডারের শাস্তি মেনে নেয়নি তার দল সিডনি সিক্সার্স। কারানের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে বিগ ব্যাশের দলটি।
বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে কারানের শাস্তির বিষয়টি জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বিবৃতিতে বলা হয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার কোড অব কন্ডাক্টের 'লেভেল থ্রি' অপরাধ করেছেন তিনি। গত ১১ ডিসেম্বর বিগ ব্যাশের ম্যাচের আগে অনুশীলনের সময় ঘটনাটি ঘটে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়েছে, হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ম্যাচ শুরুর আগে রানআপের অনুশীলন করছিলেন কারান। ম্যাচের উইকেটের একটি অংশ দিয়ে দৌড়াচ্ছিলেন তিনি। তাই উইকেট দেখভালের দায়িত্বে থাকা চতুর্থ আম্পায়ার কারানকে সরে যেতে বলেন।
আম্পায়ারের নির্দেশনা মানেননি ইংলিশ এই অলরাউন্ডার, উইকেটের অন্য প্রান্তে গিয়ে রানআপ নেওয়ার জন্য প্রস্তুত হন তিনি। বাধা দিতে স্টাম্পের পাশে দাঁড়ান আম্পায়ার, কারানকে উইকেটে দৌড়াতে নিষেধ করেন তিনি। উল্টো আম্পায়ারকেই সরে যাওয়ার ইঙ্গিত দেন কারান।
এরপর আরেকটি রানআপ নিতে উদ্যত হন কারান, স্টাম্পের পাশে দাঁড়ানো আম্পায়ারের দিকে দ্রুত গতিতে এগোতে থাকেন তিনি। সংঘর্ষের ঝুঁকি এড়াতে আম্পায়ার সরে যান। এমন আচরণ করায় কারানের বিরুদ্ধে কোড অব কন্ডাক্টের ২.১৭ ধারা ভাঙার অবিযোগ আনেন ম্যাচ রেফারি।
এই ধারায় আম্পায়ার, ম্যাচ রেফারি, মেডিকেল কর্মীদের ভাষা বা আচরণের মাধ্যমে ভয় দেখানো বা ভয় দেখানোর চেষ্টার কথা উল্লেখ করা আছে। কারান এই অভিযোগ অস্বীকার করেছেন, তবে শুনানিতে অংশ নেন তিনি। অভিযোগ স্বীকার না করলেও তাকে নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয়।