বড় হারে সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের
জিততে হলে নতুন রেকর্ড গড়তে হতো নিগার সুলতানা জ্যোতির দলকে। দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩১৭ রানের পাহাড়সম লক্ষ্য থেকে অনেক দূরেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ১০০ রানে অলআউট হয়ে ২১৬ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হেরেছেন বাংলাদেশের মেয়েরা।
প্রথম ওয়ানডে জিতে সিরিজ জয়ের আশা জাগালেও পরপর দুই ম্যাচ হেরে সেটি আর পূরণ হয়নি বাংলাদেশের। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।
স্বাগতিকদের দেওয়া ৩১৭ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশের ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। কেবল রিতুই একটু প্রতিরোধ গড়ে করেছেন ৩৩ রান। ফাহিমা আর নাহিদা ছুঁতে পেরেছেন দুই অঙ্ক।
এর আগে প্রোটিয়া দুই ওপেনারের সেঞ্চুরি ও ২৪৩ রানের জুটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। অধিনায়ক লরা উলভার্ট করেন ১৩৪ বলে ১৩ চার ও এক ছয়ে ১২৬ রান, আরেক ওপেনার তাজমিম ব্রিটস করেছেন ১২৪ বলে আট চার ও দুই ছয়ে ১১৮ রান।