আইসিসি বর্ষসেরা উদীয়মানের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের মারুফা
২০২৩ সালের আইসিসি বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের পুরস্কারের জন্য করা সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশ পেসার মারুফা আক্তার। চারজনের সংক্ষিপ্ত এই তালিকায় মারুফার সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড, ইংল্যান্ডের লরেন বেল এবং স্কটল্যান্ডের ডার্সি কার্টার।
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হবেন গণমাধ্যম প্রতিনিধিদের প্যানেল, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে। আইসিসির ওয়েবসাইটে গিয়ে সমর্থকরা নিজেদের পছন্দের খেলোয়াড়কে ভোট দিতে পারবেন।
তালিকায় জায়গা পাওয়া বাংলাদেশি পেসার মারুফা গত বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রানে তিন উইকেট শিকার করেন। ১৯ বছর বয়সী উদীয়মান এই পেসার বিশ্বকাপে সর্বমোট চারটি উইকেট নেন ৬.৩১ ইকোনমি রেটে।
এরপর বছরের মাঝামাঝি সময়ে ভারতের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের দুর্দান্ত এক জয় পায়। সেই ম্যাচে ২৯ রানে চার উইকেট নিয়ে বড় অবদান রাখেন মারুফা।