শরিফুলের হ্যাটট্রিকে কুমিল্লাকে অল্পতেই আটকাল ঢাকা
বিপিএল ২০২৪ এর প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন শরিফুল ইসলাম। কুমিল্লার ইনিংসের শেষ ওভারের শেষ তিন বলে এই কীর্তি গড়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। তার হ্যাটট্রিকের সঙ্গে অন্য বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাকে ১৪৩ রানেই আটকেছে দুর্দান্ত ঢাকা।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আপাতদৃষ্টিতে ঠিক কাজ করেছে বলে মনে হতেই পারে। অল্প রানেই কুমিল্লাকে আটকে দিয়েছেন ঢাকার বোলাররা। শরিফুল এবারের বিপিএলের প্রথম এবং সবমিলিয়ে সপ্তম হ্যাটট্রিক করেছেন।
কুমিল্লার ইনিংসের শেষ ওভারের শেষ তিন বলে খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন শরিফুল। শেষ পর্যন্ত তার বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ২৭ রান দিয়ে তিন উইকেট। এছাড়া দুটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। কুমিল্লার ইনিংস থামে ছয় উইকেট হারিয়ে ১৪৩ রানে।
প্রথমে ব্যাট করা কুমিল্লার অধিনায়ক লিটন কুমার দাস ফিরে যান ১৬ বলে ১৩ রান করে। এরপর দ্বিতীয় উইকেটে ১০৭ রান যোগ করেন ইমরুল কায়েস ও তাওহিদ হৃদয়। তবে তাদের রান তোলার গতি ছিল ধীর। ইনিংস সর্বোচ্চ ৫৬ বলে ছয় চার ও দুই ছয়ে ৬৬ রান করেন ইমরুল, হৃদয়ের ব্যাট থেকে আসে ৪১ বলে এক চার ও দুই ছয়ে ৪৭ রান।