‘আমরা মানুষ, মেশিন নই’- লিটন ও নিজের ফর্ম নিয়ে রিজওয়ান
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হারে শুরু হলেও নিজেদের গুছিয়ে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসরটির বর্তমান চ্যাম্পিয়নরা পাঁচ ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের চারে আছে। বল হাতে দারুণ করা কুমিল্লা আরও ভালো অবস্থানে থাকতে পারতো, কিন্তু তাদের টপ অর্ডার এখনও জ্বলে উঠতে পারেনি। বিশেষ করে দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও লিটন কুমার দাস ব্যর্থতার বৃত্তে আটকে আছেন।
দুজনের কেউ-ই এখন পর্যন্ত হাফ সেঞ্চুরির দেখা পাননি, এমনকি ২০ ছাড়ানো ইনিংসও আসেনি কারও ব্যাট থেকে। রিজওয়ান-লিটনের উদ্বোধনী জুটিও জমছে না। চার ম্যাচে ইনিংস উদ্বোধন করেছেন তারা, কোনো ম্যাচেই দলকে ভালো শুরু এনে দিতে পারেননি কুমিল্লার এই দুই ওপেনার। তাদের সর্বোচ্চ জুটি ২৬ রানের। স্বাভবিকভাবেই তাদের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু রিজওয়ান জানালেন, তারা মানুষ, মেশিন নন। এ ছাড়া নিজের পারফরম্যান্সের চেয়ে দলের সাফল্যই পাকিস্তান ওপেনারের কাছে বেশি সন্তুষ্টির।
ঢাকার দ্বিতীয় পর্ব শুরুর আগে সোমবার মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করেছে কুমিল্লা। অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিজওয়ান বলেন, 'আমরা পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে আছি। চার ম্যাচ খেলেছি। আমরা যে ম্যাচগুলো হেরেছি, সেগুলো বড় ব্যবধানে হারিনি। ছোট ছোট ভুল করেছি। প্রথম আর সর্বশেষ ম্যাচ দেখুন, যেসব ভুল করেছি; আশা করি সেগুলো থেকে আমরা ঘুরে দাঁড়াবো।'
টানা দ্বিতীয়বারের মতো কুমিল্লার হয়ে বিপিএল খেলছেন রিজওয়ান। গত আসরে তার ব্যাটে রানের ফোয়ারা বয়ে যায়। ১০ ম্যাচে পঞ্চাশের বেশি গড়ে করেন ৩৫১ রান। এবার খোলসবন্দি থাকা ডানহাতি এই ব্যাটসম্যান চার ম্যাচে ২১.৩৩ গড়ে করেছেন মাত্র ৬৪ রান। সর্বোচ্চ ইনিংস ১৭ রানের। সবশেষ ম্যাচে ২৪ বলে ১৬ রানে অপরাজিত না থাকলে তার ব্যাটিং গড় আরও নিচে থাকতো।
ফর্মের প্রশ্নে ক্রিকেটীয় ব্যাখ্যা দিলেন রিজওয়ান, তুলে ধরলেন বাস্তবতা। তার ভাষায়, 'আমি মানুষ, কোনো যন্ত্র নই। দলের জন্য সেরাটা দিয়ে চেষ্টা করছি। দলের ফলাফলে আমি খুশি। আমি ও দলের সবাই এটাই চাই। আমার পারফরম্যান্সের কথা বললে, আমি যেমন চাই, তেমন হয়নি। আমার কাছে লোকের প্রত্যাশাও এমন নয়। তবে আমি যন্ত্র নই। কঠোর পরিশ্রম করছি, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি।'
চরম দুঃসময় যাচ্ছে লিটনেরও। কুমিল্লার নেতৃত্বে ঢাকা ডানহাতি এই ওপেনার পাঁচ ম্যাচে করেছেন মাত্র ৩৭ রান, সর্বোচ্চ ইনিংস ১৭ রানের। শেষ তিন ম্যাচে দুই অঙ্কের রানও করতে পারেননি প্রথমবারের মতো বিপিএলে কোনো দলের অধিনায়কত্ব পাওয়া লিটন। তবে রান না পাওয়ার চেয়ে তার আউট হওয়ার ধরন বেশি চোখে লেগেছে সবার। ব্যাটিং দেখে মনে হয়েছে, উইকেট বিলিয়ে এসেছেন লিটন।
খারাপ সময়ে লিটনের পাশে দাঁড়ালেন রিজওয়ান। পাকিস্তানের অভিজ্ঞ এই ওপেনার জানালেন, লিটনের ফেরা নিতান্তই সময়ের ব্যাপার। রিজওয়ান বলেন, 'এটা কুমিল্লার জন্য বড় প্রশ্ন যে, আমরা দুজন পারফর্ম করছি না। তবে যেটা বললাম, আমরা মেশিন নই, মানুষ। লিটনকে আমি দেখেছি, অনেক পরিশ্রম করছে। তবু সেই ছন্দটা ফিরে পাওয়ার ব্যাপার আছে। সে একজন 'সাউন্ড' ক্রিকেটার। তার আউটগুলো দেখেন, কিছু কিছু ক্ষেত্রে সে আনলাকি ছিল। তবে যা দেখছি, সে সব সময় পরিশ্রম করছে। আশা করি, সে পরের ম্যাচে পারফর্ম করবে।'