প্রায় পাঁচ বছর পর শীর্ষস্থান হারালেন সাকিব
ওয়ানডে ক্রিকেটের এক নাম্বার অলরাউন্ডারের স্থান হারিয়েছেন সাকিব আল হাসান, তাকে সরিয়ে শীর্ষে উঠে এসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। প্রায় পাঁচ বছর পর সাকিব নিজের শীর্ষস্থান হারালেন।
মূলত শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে ও এক উইকেট নিয়ে শীর্ষস্থানে উঠেছেন নবী। ১৭৩৯ দিন পর সাকিব এক নাম্বার থেকে দ্বিতীয় স্থানে নেমে এলেন। এই দুজনের পরেই আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
আফগান অলরাউন্ডার নবীর রেটিং পয়েন্ট ৩১৪। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৩১০। ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। প্রায় ৫ বছর অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন সাকিব। ওয়ানডেতে এত সময় টানা শীর্ষে থাকতে পারেননি অন্য কেউ।
৩৯ বছর এক মাস বয়সে শীর্ষস্থানে উঠে নবী গড়েছেন একটি রেকর্ড, সবচেয়ে বেশি বয়সে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার রেকর্ড এটিই। আগের রেকর্ডটি ছিল তিলকরত্নে দিলশানের। এই শ্রীলঙ্কান ৩৮ বছর আট মাস বয়সে এক নাম্বারে ছিলেন।
সবমিলিয়ে এখন পর্যন্ত ৪২৭৬ দিন ওয়ানডেতে অলরাউন্ডারেদের র্যাঙ্কিংয়ে এক নাম্বার হিসেবে কাটিয়েছেন সাকিব আল হাসান, তার থেকে দীর্ঘ সময় শীর্ষে থাকেননি আর কেউ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮১৬ দিন শীর্ষে ছিলেন ভারতীয় কিংবদন্তি কপিল দেব।