তামিমদের জয়ে মাঠে নামার আগেই বিদায় খুলনার
চূড়ান্ত হয়ে গেল এবারের বিপিএলের প্লে-অফের চার দল। শেষ দল হিসেবে সেরা চারে জায়গা করে নিয়েছে ফরচুন বরিশাল। আগেই প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ছয় উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল। গ্রুপ পর্বে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে বরিশাল।
প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে গ্রুপ পর্বের সেরা দল রংপুর রাইডার্স ও দ্বিতীয় হওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এলিমিনেটরে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। আজ বরিশাল জেতায় কপাল পুড়েছে খুলনা টাইগার্সের। বরিশাল হারলে এবং খুলনা নিজেদের ম্যাচে সিলেটকে বড় ব্যবধানে হারালে তাদের সামনে সুযোগ থাকতো প্লে-অফে যাওয়ার।
আগে ব্যাট করে ১৪০ রান সংগ্রহ করে কুমিল্লা। জবাবে ১৯.৪ ওভার খেলে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় বরিশাল। রান তাড়ায় অধিনায়ক তামিম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আউট হওয়ার আগে দলকে জয়ের কাছে পৌঁছে দিয়েছেন ৪৮ বলে ৬৬ রানের ইনিংস খেলে। ছয়টি চার ও তিনটি ছয় মেরেছেন এই বাঁহাতি ওপেনার।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রান তোলার গতি কখনোই স্বাভাবিক রাখতে পারেনি কুমিল্লা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি তারা। শেষদিকে জাকের আলী ১৬ বলে ৩৮ রান করায় কুমিল্লার সংগ্রহ লড়াই করার জায়গায় যায়। বরিশালের তাইজুল ইসলাম ২০ রান দিয়ে তিন উইকেট নিয়ে কুমিল্লার রানের চাকা আটকে রাখেন।
বিপিএলে গ্রুপ পর্বের আর একটি ম্যাচই বাকি আছে। যেখানে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। তবে দুদলের কারোরই আর প্লে-অফে খেলার সুযোগ নেই।