যে কারণে সৌম্যর জায়গায় ব্যাটিংয়ে তামিম, হাসপাতালে জাকের
এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেন করতে নেমেছেন তানজিদ হাসান। যা দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, সৌম্য সরকার কোথায়। বিজয় একাদশেই ছিলেন, তবে তানজিদ নেমেছেন সৌম্যর কনকাশন বদলি হিসেবে।
কিন্তু প্রশ্ন জেগেছে, সৌম্যকে ব্যথা পেতে দেখা গেছে পায়ে। আর কনকাশন সাবের নিয়ম হলো, শুধুমাত্র মাথায় চোট পেলেই সেটি কার্যকর হবে।
বাংলাদেশের ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন সৌম্য। তখন পায়ে লেগেছে মনে হলেও বিসিবির একটি সূত্রে জানা গেছে, কাঁধে লাগার পর কনকাশনের লক্ষণ আছে এই বাঁহাতি ব্যাটসম্যানের। ফিল্ডিংয়ে নামার পর শ্রীলঙ্কান খেলোয়াড়দের অবশ্য আম্পায়ারদের সঙ্গে কথা বলতে দেখা গেছে।
হাসপাতালে নেওয়া হচ্ছে ফিল্ডিংয়ের সময় বিজয়ের সঙ্গে সংঘর্ষের পর মাঠ ছাড়া জাকের আলীকেও। সৌম্যর বদলি হিসেবেই ফিল্ডিংয়ে নেমেছিলেন তিনি।
দ্বিতীয় ইনিংসে মাঠে নেই আম্পায়ার রিচার্ড কেটেলবোরোও। প্রথম ইনিংসে তিনি একটু খোঁড়াচ্ছিলেন। জানা গেছে, অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েছেন এই ইংলিশ আম্পায়ার। তার বদলি হিসেবে অন ফিল্ড আম্পায়ার হয়ে শরফুদ্দৌলার সঙ্গে এসেছেন রিজার্ভ আম্পায়ার তানভীর আহমেদ।