ধর্ষণের দায়ে ব্রাজিলেই নয় বছর কারাভোগ করতে হবে রবিনহোকে
ব্রাজিলে আটক করা হয়েছে রবিনহোকে। ইতালিয়ান সিরি আ'তে এসি মিলানের হয়ে খেলার সময় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে নয় বছরের কারাদণ্ড পেয়েছিলেন এই সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার৷
কিন্তু রায় ঘোষণা হওয়ার আগেই ইতালি ছেড়ে চলে আসায় সেই সাজা পেতে হয়নি রবিনহোকে। এরপর ইতালির সর্বোচ্চ আদালত ব্রাজিল সরকারকে আবেদন করে রবিনহোর এই সাজা কার্যকর করার জন্য।
সেই আবেদনে সাড়া দিয়ে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার আদালত রায় দিয়েছেন, রবিনহোকে এই সাজা ভোগ করতে হবে। এরপরই রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির হয়ে খেলা এই ফুটবলারকে গ্রেপ্তার করা হয়।
সাজাটা যেন এখনই না খাটতে হয় সেই চেষ্টাও করেছেন রবিনহো। কিন্তু ৪০ বছর বয়সী সাবেক এই ফরোয়ার্ডের আবেদন প্রত্যাখ্যান করেছেন ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক লুইস ফিউক্স। তিনি রায়ে বলেন, 'শাস্তি বহাল আছে। সে এই কারাভোগ শুরু করতে পারে।'
ইতালিয়ান ক্লাব এসি মিলানে খেলার সময় ২০১৩ সালে মিলানের এক নৈশ ক্লাবে আলবেনিয়ান এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে রবিনহোর বিরুদ্ধে। এ নিয়ে ইতালিতে মামলা এবং ২০১৭ সালে রায় হওয়ার পর ২০২০ সালে আপিলে হেরে যান রবিনহো। ইতালির সর্বোচ্চ আদালত ২০২২ সালে তার শাস্তি বহাল রাখার পর রবিনহোর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ইতালিয়ান আইনজীবীরা।
বিদেশে অপরাধ করার পর ব্রাজিলের কোনো নাগরিক দেশে ফিরলে বিদেশের বিচারিক কর্তৃপক্ষের কাছে তাকে হস্তান্তর করে না ব্রাজিল সরকার। তাই ইতালির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল, রবিনহোর শাস্তি যেন ব্রাজিলেই কার্যকর করা হয়।
আর তারই চূড়ান্ত রায় হিসেবে গত বুধবার ইতালির সর্বোচ্চ আদালতের দাবির সঙ্গে একমত হয় ব্রাসিলিয়ার আদালত। অর্থাৎ, রবিনহোকে ব্রাজিলেই নয় বছর জেল খাটতে হবে। রবিনহোর বিপক্ষে ৯-২ ভোটে এই বিষয়ে একমত হয়েছে ব্রাসিলিয়ার আদালত।