আইসিসির প্যানেলে বাংলাদেশের চার নারী আম্পায়ার ও এক নারী ম্যাচ রেফারি
বাংলাদেশ থেকে চার নারী আম্পায়ার ও এক নারী রেফারিকে নিজেদের ডেভেলপমেন্ট প্যানেলে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। সেই চার আম্পায়ার হলেন সাথীরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানী সরকার ও চম্পা চাকমা।
এতে করে প্রথমবারের মতো আইসিসি প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশের কোনো নারী ম্যাচ রেফারি ও নারী আম্পায়ার। গতকাল রাতে বিসিবিকে এ ব্যাপারে নিশ্চিত করেছে আইসিসি।
মাঠে তাদের পারফরম্যান্স এবং আইসিসিতে পাঠানো তথ্যের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বিসিবিকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, সবকিছু পর্যালোচনা করার পর, সাথীরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানী সরকার এবং চম্পা চাকমাকে সদস্য হিসেবে আইসিসি ডেভেলপমেন্ট প্যানেলে আম্পায়ার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পুরুষদের মধ্যে আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে আছেন বাংলাদেশের চার জন্য আম্পায়ার—শরফুদ্দৌলা, মাসুদুর রহমান, গাজী সোহেল ও তানভীর আহমেদ। এদের মধ্যে শরফুদ্দৌলা বিশ্বকাপে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন, অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচও পরিচালনা করেছেন তিনি।
এ ছাড়া আন্তর্জাতিক ম্যাচ রেফারি হিসেবে বাংলাদেশ থেকে আছেন আখতার আহমেদ ও নিয়ামুর রশিদ।