মৌসুম শেষে বার্সা ছাড়ার ঘোষণা জাভির
চলতি মৌসুম শেষেই বার্সেলোনা ছাড়ছেন জাভি হার্নান্দেজ। ঘরের মাঠে লা লিগায় ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হারের পর এই ঘোষণা দিয়েছেন বার্সেলোনা কোচ। শিরোপার লড়াইয়ে ইতোমধ্যে শীর্ষে থাকা রিয়ালের চেয়ে ১০ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়েছে বার্সা।
ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে হেরেই জাভি উপলব্ধি করেছেন, বার্সেলোনায় তার সময় ফুরিয়ে এসেছে। গত মৌসুমেই কাতালান ক্লাবটিকে লা লিগার শিরোপা জেতালেও এই মৌসুমে লিগে ধুঁকছে তারা। কোপা দেল রে থেকেও বিদায় নিয়েছে বার্সেলোনা।
ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে জাভি বলেছেন, 'আমি ৩০ জুন চলে যাচ্ছি, এটাই শেষ। ক্লাবের ভালোর জন্য এই সিদ্ধান্ত। কেউ কেউ আমাকে বলেছিল, বার্সার স্যার অ্যালেক্স ফার্গুসন হতে। এটা অসম্ভব। বার্সায় এটা কখনোই হবে না।'
তার সিদ্ধান্ত দলের পরিবেশ হালকা করবে বলে মনে করেন জাভি, 'এই সিদ্ধান্ত দলকে এবং এখানকার পরিবেশকে সহজ হতে সাহায্য করবে। খেলোয়াড়েরা আবারও স্বাধীন অনুভব করবে।'
লা লিগার শিরোপার দৌড় থেকে ছিটকে পড়লেও চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য সব ধরনের চেষ্টা করবেন বলে জানিয়েছেন জাভি। সেইসঙ্গে ধন্যবাদ জানিয়েছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তাকেও।