পাঁচ বছর পর সেঞ্চুরির দেখা পেলেন সাকিব
সেঞ্চুরির করলে কেমন লাগে, সেই অনুভূতিটা অনেক দিন পান নি সাকিব আল হাসান। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে ২০১৯ সালের পর তিন অঙ্ক ছুঁতে পারেননি তিনি। অবশেষে সেই অপেক্ষা ফুরোলো আজ।
পাঁচ বছর পর যে কোনো ধরনের ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি অলরাউন্ডার।
বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে ৭৯ বলে ১০৭ রান এসেছে সাকিবের ব্যাট থেকে। ইনিংসে নয়টি চারের সঙ্গে সাতটি ছক্কা মেরেছেন তিনি। ৭৩ বলে তিন অঙ্ক ছুঁয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটান সাকিব। যে কোনো সংস্করণে তার সর্বশেষ সেঞ্চুরি ছিল ২০১৯ বিশ্বকাপে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
হাফ সেঞ্চুরি করতে ৪৩ বল খেললেও সেখান থেকে সেঞ্চুরিতে পৌঁছাতে আর ৩০ বল খেলতে হয়েছে সাকিবকে। এবারের লিগে সাকিব আজকের আগে খেলেছিলেন চার ম্যাচ। আজ নিজের পঞ্চম ম্যাচে মাঠে নেমেই খেললেন দুর্দান্ত এক ইনিংস।
আন্তর্জাতিক ওয়ানডে ছাড়া প্রথমবারের মতো লিস্ট এ ক্রিকেটে সেঞ্চুরি করলেন সাকিব। অথচ লিস্ট এ তে তার ডেব্যু ২০০৬ সালে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে। সেই হিসেবে ১৮ বছরে লিস্ট এ ক্রিকেটে এটিই সাকিবের প্রথম সেঞ্চুরি।
সবমিলিয়ে লিস্ট এ ক্রিকেট খেলছে ৩০৭টি ম্যাচ খেলেছেন সাকিব। এর মধ্যে আন্তর্জাতিক ওয়ানডে ২৪৭টি। অর্থাৎ, বাকি ৬০টি লিস্ট এ ম্যাচে এটিই তার প্রথম সেঞ্চুরি