লিটনের চেষ্টায় কমতি নেই, বলছেন ব্যাটিং কোচ
ব্যাট হাতে সময়টা একদমই ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের। আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ঘরোয়া ক্রিকেট, সবখানেই ব্যর্থতার বৃত্তে বন্দী ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১ রান করেই থামেন লিটন, দারুণ এক ডেলিভারিতে তার স্টাম্প উপড়ে নেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি।
চলতি বছরে খেলা আগের ম্যাচগুলোতেও সুবিধা করতে পারেননি লিটন। তিন সংস্করণ মিলিয়ে ম্যাচ খেলেছেন ১০টি, নেই কোনো হাফ সেঞ্চুরি। এই ১০ ইনিংসের মধ্যে তার সর্বোচ্চ রানের ইনিংস ৩৮, চার ইনিংসে আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। এ বছর খেলা দুই ওয়ানডেতেই শূন্য রানে আউট হন তিনি, সব মিলিয়ে ১০ ইনিংসের তিনটিতে দুই অঙ্কের রান করেছেন লিটন।
রান খরা গেলে আত্মবিশ্বাসেও টান পড়ে, নিজের শক্তিশালী দিকটাও অনেক সময় হয়ে ওঠে দুর্বলতার প্রতিচ্ছবি। এমন সময় পেছনে ফেলে ছন্দে ফিরতে ক্রিকেটারকে অনুশীলনে ঘাম ঝরাতে হয়, করতে হয় কটোর পরিশ্রম। অনেক সময় কাজ করতে হয় মানসিক স্বাস্থ্য নিয়েও। রানে ফিরতে লিটন সব ধরনের চেষ্টাই করছেন। তার মধ্যে চেষ্টার কোনো কমতি দেখছেন না বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্প।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারানো বাংলাদেশ আজ অনুশীলন করেনি, বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। এরপরও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যান হেম্প, দলের বাইরে থাকা সৌম্য সরকারকে নিয়ে কাজ করেন তিনি। অনুশীলন শেষে সৌম্যর ফেরার খবর দেওয়ার পাশাপাশি লিটনকে নিয়েও কথা বলেন বারমুডার সাবেক এই ক্রিকেটার।
লিটন চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এটাকেই মূল ব্যাপার বলছেন হেম্প। তার ভাষায়, 'সে রান পাচ্ছে না, এ কারণে সে মানসিকভাবে কিছুটা পিছিয়ে থাকতে পারে। তবে সে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। ভালো করার জন্য সে নিয়মিতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটাই মূল ব্যাপার। খেলোয়াড়দের এমন সময়ের মধ্য দিয়ে যেতে হয়, যখন সে রান পাবে না। কঠিন সময় যাবে, সাবলীল থাকবে না। সে এমন সময়ই পার করছে। তবে সে কাজ করে যাচ্ছে।'
ইনিংস উদ্বোধন করার দায়িত্ব লিটনের কাঁধে। নতুন বলের বিপক্ষে কাজটা করাটা যে সহজ নয়, সেটাও মনে করালেন হেম্প, 'ইনিংস উদ্বোধনের কাজটি খুবই কঠিন। বল নতুন থাকে, কিছু সময় বল ভেতরে আসে। কাল যেমন নতুন বলে মুভমেন্ট ছিল। বেশির ভাগ বলই পড়ে ভেতরে আসছিল। তো এটা এমন একটা জায়গা, যেখানে নতুন বলের চ্যালেঞ্জের বিপক্ষে ব্যাটিং করাটা কঠিন।'
চোটের কারণে জিম্বাবুুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচের স্কোয়াডে নেওয়া হয়নি সৌম্যকে। শেষের দুই টি-টোয়েন্টিতে তাকে খেলানোর পরিকল্পনার কথা জানিয়ে হেম্প বলেন, 'পাঁচ ম্যাচ সিরিজের যেকোনো একটা পর্যায়ে তাকে খেলানো হবে, এটাই পরিকল্পনা। সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবে, এই সবার এটাই করে যাওয়া উচিত।'