লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন রাজা
ঢাকা প্রিমিয়ার লিগে ২৭০ রান তুলে ১৯৯ রানের বিশাল ব্যবধানে জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ব্যাটিং লাইন আপ যে দুমড়ে-মুচড়ে গেছে, সেটা ফলই বলে দিচ্ছে। তাদের এমন পরিণতির পেছনে একটিই নাম, রেজাউর রহমান রাজা। ডানহাতি এই পেসার রাজার মতোই শাসন করে গুঁড়িয়ে দিয়েছেন শেখ জামালকে, ৮ উইকেট নিয়ে গড়েছেন লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে রাজার তোপে পড়া শেখ জামালের ব্যাটসম্যানরা উইকেটে গেছেন আর ফিরেছেন, ফতুল্লায় রীতিমতো উইকেট বৃষ্টি নামান তিনি। আগুনে বোলিংয়ে ৬.৩ ওভারে মাত্র ২৩ রান খরচায় ৮ উইকেট নেন রাজা। যা বাংলাদেশের লিস্ট 'এ' ক্রিকেট ইতিহাসে সেরা বোলিং। এ পথে তিনি ছাড়িয়ে গেছেন ডানহাতি পেসার ইয়াসিন আরাফাত মিশুকে।
ইয়াসিনও ৮ উইকেট নেন। ২০১৮ সালে প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ৪০ রান খরচায় আবাহনী লিমিটেডের ৮ জন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান। ছয় বছর পর এসে তার রেকর্ডে নাম বসালেন কেউ, কম রান দিয়ে তাকে পেছনেও ফেললেন। লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশের পেস কয়েকজন ক্রিকেটার সাত উইকেট নিয়েছেন। ২০০৪ সালে বাংলাদেশ 'এ' দলের হয়ে জিম্বাবুয়ে 'এ' দলের বিপক্ষে মাত্র ১৭ রানে ৭ উইকেট নেন সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।
সেরা বোলিংয়ের তালিকায় তিন নম্বরে আছেন বর্তমানে বিসিবির নির্বাচক হিসেবে দায়িত্বরত সাবেক এই ক্রিকেটার। চার নম্বরে আবু হায়দার রনি, চলতি মৌসুমেই গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে ২০ রানে ৭ উইকেট নেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই বাঁহাতি পেসার। তালিকায় পরের নামটি সাকলাইন সজিবের, ২০১৬ প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৫৮ রানে ৭ উইকেটে নেন আবাহনীর এই বাঁহাতি স্পিনার।
রাজার অবিশ্বাস্য বোলিংয়ের দিনে বড় জয় পাওয়া প্রাইম ব্যাংক আগে ব্যাটিং করে সব কটি উইকেটে হারিয়ে ২৭০ রান তোলে। অধিনায়ক জাকির হাসান ৮৫, মুশফিকুর রহিম ৭৮, তামিম ইকবাল ২২ ও হাসান মাহমুদ ২২ রান করেন। জবাবে শুরুতেই রাজার বোলিং তোপে দিক হারানো শেখ জামাল আর চাপ সামলে উঠতে পারেনি। দলটির মাত্র দুজন দুই অঙ্কের রান করেন। সৈকত আলী ১২ ও ইয়াসির আরী রাব্বি ১৬ রান করেন। রাজার ঝলমলে দিনে শেখ জামালেন বাকি দুই উইকেট নেন প্রাইম ব্যাংকের আরেক পেসার হাসান মাহমুদ।