প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনীসহ কে পেল কতো টাকা
পর্দা নামলো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের। অপ্রতিরোধ্য হয়ে ওঠা আবাহনী লিমিটেড ২৩তম শিরোপা ঘরে তুলেছে। আগেই চ্যাম্পিয়নের মুকুট জেতা প্রিমিয়ার লিগের সফলতম দলটিকে আজ শিরোপা বুঝিয়ে দেওয়া হয়েছে। আবাহনীর খেলোয়াড়দের হাতে শিরোপা তুলে দেন বিসিবি সভাপতি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নাজমুল হাসান পাপন।
শিরোপা ছাড়াও অর্থযোগ হয়েছে তাদের। অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনীসহ রানার্স আপ হওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব, টুর্নামেন্ট সেরা, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেটশিকারীরা কে কতো টাকা পেলেন এক নজরে দেখে নেওয়া যাক।
জয়ে শুরু, জয় দিয়েই শেষ করেছে আবাহনী। শেষ ম্যাচে আজ তারা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শাইন পুকুর ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারায়। চ্যাম্পিয়ন হিসেবে ১২ লাখ টাকা পেয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি।
দারুণ খেললেও সুপার লিগে এসে চ্যাম্পিয়নশিপের রেস থেকে ছিটকে যায় আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। শেষ ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারানো দলটি হয়েছে রানার্স আপ। তারা পাচ্ছে ১০ লাখ ৮০ হাজার টাকা।
১৬ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরিসহ ৪৪.১৪ গড়ে ৬১৮ রান করেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ওপেনার সাইফ হাসান। বল হাতেও রেখেছেন অবদান, ডানহাতি অফ স্পিনে তার শিকার ১২ উইকেট। ব্যাটে বলে আলো ছড়িয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা সাইফ পেয়েছেন ২ লাখ ৫০ হাজার টাকা।
সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে সমান ২ লাখ ৫০ হাজার টাকা পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই ব্যাটসম্যান একটি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরিসহ ৪৬.২১ গড়ে আসরের সর্বোচ্চ ৬৪৭ রান করেছেন।
দারুণ মৌসুম কাটানো আবু হায়দার রনি জিতেছেন সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার ২ লাখ ৫০ হাজার টাকা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বাঁহাতি এই পেসার ১৬ ইনিংসে নিয়েছেন ৩১ উইকেট, সেরা বোলিং ৭/২০।