র্যাঙ্কিংয়ে হৃদয়ের লম্বা লাফ, ক্যারিয়ার সেরা অবস্থানে তাসকিন
ব্যাটিং নিয়ে হতাশা থাকলেও ফল বিবেচনায় জিম্বাবুয়ের বিপক্ষে ভালো সময়ই যাচ্ছে বাংলাদেশের। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম তিন টি-টোয়েন্টি দিয়েই সিরিজ নিশ্চিত করেছে তারা। এই পথচলায় ব্যাট হাতে দারুণ ধরাবাহিক তাওহিদ হৃদয়। তিন ম্যাচেই রান করা ডানহাতি এই ব্যাটসম্যান টি-টোয়েন্টি ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন।
বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পেসার তাসকিন আহমেদ ও অফ স্পিনার শেখ মেহেদি হাসানের। তাসকিন উঠে এসেছেন ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও। সপ্তাহের পারফরম্যান্সের বিবেচনায় র্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি। যা সব সময়ের মতো বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
ব্যাট হাতে দারুণ সময় কাটছে হৃদয়ের। তিন ম্যাচেই রানের দেখা পান এই ডানহাতি। প্রথম দুই ম্যাচে থাকেন অপরাজিত, শেষ দুই ম্যাচে হন ম্যাচসেরা। তিন টি-টোয়েন্টিতে যথাক্রমে তিনি রান করেছেন ৩৩*, ৩৭* ও ৫৭। এতে র্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়েছেন হৃদয়। প্রথমবারের মতো একশ জনের মধ্যে জায়গা করে নেওয়া বাংলাদেশের এই ব্যাটসম্যান আছেন ৯০তম স্থানে।
দুই ইনিংসে ব্যাটিং করে ২৬ ও ৯ রান করা মাহমুদউল্লাহ দুই ধাপ এগিয়ে আছেন ৮১ নম্বরে। লম্বা সময় ধরে রান খরায় থাকা লিটন কুমার দাস দুই ধাপ পিছিয়েছেন। ৩১ নম্বরে আছেন তিনি, যদিও বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এটাই সেরা অবস্থান। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটেও রান নেই, দুই ধাপ পিছিয়ে তিনি আছেন ৩৪তম স্থানে।
তিন ম্যাচেই দারুণ বোলিং করেছেন তাসকিন। ডানহাতি এই পেসার তিন ম্যাচে ৪.৪১ ইকোনমি ও ৮.৮৩ গড়ে শিকার করেছেন ৬ উইকেট। এতে বোলারদের র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন তিনি, যা তার ক্যারিয়ার সেরা। দুই ম্যাচে ৩ উইকেট নেওয়া শেখ মেহেদিও ছয় ধাপ এগিয়েছেন। ২২তম স্থানে আছেন এই স্পিনার, যা বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা।
টি-টোয়েন্টি অলাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষস্থানে আছেন সাকিব আল হাসান। বোলারদের র্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গাটি দখলে রেখেছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব।