টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তাসকিন ফিরলেও নেই শরিফুল
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে কয়েকদিন আগে, বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ। নিজেদের প্রথম ম্যাচে আজ নাজমুল হোসেন শান্তর দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ হলেও এটাই তাদের কাছে হয়ে অনেকটা ফাইনালের মতো। এই ম্যাচের ফলের ওপর যে অনেকাংশেই নির্ভর করছে বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারটি।
লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত বিশ্বকাপের সব ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স, তাতে হওয়া সমালোচনা, পরের রাউন্ডে যাওয়ার সমীকরণসহ আর কিছু ব্যাপার মিলিয়ে বাংলাদেশের মাথায় চাপের বোঝা। তবে পেছনের হতাশা ভুলে, সব চাপ জয় করে আজকের ম্যাচ দিয়ে ভালো শুরু করতে প্রত্যয়ী বাংলাদেশ।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। ম্যাচটি ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে ১৬ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশর জয় ৫টি।
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজের বলে ফিল্ডিং করার সময় বাঁ হাতে চোট পান শরিফুল ইসলাম, দিতে হয় ছয়টি সেলাই। এই ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা ছিল, শেষ পর্যন্ত তাই হয়েছে। বাঁহাতি এই পেসারকে ছাড়াই মাঠে নামতে হয়েছে বাংলাদেশকে। চোট নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া তাসকিন আহমেদকে নিয়ে শঙ্কা থাকলেও তিনি আজকের ম্যাচ খেলছেন, যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে খেলেননি তিনি।
একাদশের বাকি দুই পেসার তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান। এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হচ্ছে তরুণ ডানহাতি পেসার তানজিম সাকিবের। বিশ্বকাপে অভিষেক হচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসেনেরও। দীর্ঘদিন ধরে খারাপ ফর্মে থাকা লিটন কুমার দাসের একাদশে সুযোগ পাওয়া নিয়ে আলোচনা থাকলেও ডানহাতি এই ব্যাটসম্যানের ওপর ভরসা রাখা হয়েছে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মাহেষ থিকশানা, মাথিশা পাথিরানা ও নুয়ান থুসারা।