চোখ ধাঁধানো ব্যাটিং করে ফিরলেন হৃদয়
দুই ওভারের মধ্যেই সাজঘরে দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম, দলীয় ২৮ রানে থামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ২৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেন লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়। দ্রুততার সঙ্গে উইকেট মানিয়ে নিয়ে দাপুটে ব্যাটিংয়ে দারুণ জুটি গড়লেন তারা।
চতুর্থ উইকেটে লিটনের সঙ্গে ৩৮ বলে ৬৩ রানের জুটি গড়ে থামলেন তাণ্ডব চালানো হৃদয়। জুটিতে তার অবদানই বেশি, ২০ বলে ৪০ রান করেন তিনি। তার ইনিংসও এটাই। একটি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান ডানহাতি এই ব্যাটসম্যান।
লিটন-হৃদয়ের জুটিতে জয়ের পথ সহজ হয়ে গেছে বাংলাদেশের, এই জুটিই দলকে ৯১ রান পর্যন্ত নিয়ে যায়। ১৩ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৯৫ রান। লিটন ৩৪ ও সাকিব আল হাসান ২ রানে ব্যাটিং করছেন।
থামলেন শান্তও, চাপে বাংলাদেশ
দুই ওভারের মধ্যে দুই ওপেনারকে হারানো বাংলাদেশ এবার আরেকটি উইকেট খোয়ালো। শট খেলতে গিয়ে চারিথ আসালাঙ্কার হাতে ধরা পড়লেন নাজমুল হোসেন শান্ত। দুর্দান্ত এক ক্যাচে বাংলাদেশ অধিনায়ককে ফেরান তিনি। ৭ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৭ রান। এক পাশ আগলে খেলতে থাকা লিটন কুমার দাস ১৯ ও তাওহিদ হৃদয় ৩ রানে ব্যাটিং করছেন।
দুই ওভারের মধ্যেই ফিরে গেলেন সৌম্য-তানজিদ
টস জিতে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করেছেন বাংলাদেশের বোলাররা। বিশ্বকাপে অভিষিক্ত রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদদের দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে ১২৪ রানেই আটকোনে গেছে। কিন্তু এই লক্ষ্য পাড়ি দিতে নেমেই দুঃস্বপ্নের শুরু হয়েছে বাংলাদেশের।
দুই ওভারের মধ্যে ফিরে গেছেন দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। ধনঞ্জয়া ডি সিলভার বল বুঝতে না পেরে সহজ ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। পরের ওভারে তানজিদের স্টাম্প উপড়ে নেন নুয়ান থুসারা। ৪ ওভারে শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২০ রান। লিটন কুমার দাস ৮ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫ রানে ব্যাটিং করছেন।