পাকিস্তান সফরে ‘এ’ দলে মুশফিক-হৃদয়-সৌম্যরা
জাতীয় দলের আপাতত খেলা নেই, এ সময়ে হাই পারফরম্যান্স দল ব্যস্ত সময় কাটাচ্ছে। কয়েকটি ফরম্যাটের ভিন্ন ভিন্ন দল গেছে অস্ট্রেলিয়ায়। ইতোমধ্যে দলটি পাকিস্তান 'এ' (পাকিস্তান শাহিনস) দলের বিপক্ষে চারদিনের দুটি ম্যাচ খেলেছে, সামনে আছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বাংলাদেশ 'এ' দলও কদিন পর ব্যস্ত হয়ে পড়বে, আগামী সপ্তাহে পাকিস্তানে যাবে দলটি।
খেলা না থাকায় জাতীয় দলের অনেক ক্রিকেটারকেই নেওয়া হয়েছে এই দল দুটিতে। আগামী সপ্তাহে পাকিস্তানে যাওয়ার অপেক্ষায় থাকা 'এ' দলে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিবদের মতো জাতীয় দলের নিয়মিত সদস্যরা। সফরে চারদিনের ম্যাচ এবং ওয়ানডে সিরিজের জন্য আজ মঙ্গলবার ভিন্ন ভিন্ন দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মুশফিক, হৃদয়রা ছাড়াও এই সফরের 'এ' দলে আছেন এনামুল হক বিজয়, নাঈম শেখ, জাকির হাসান, তানভীর ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকতদের মতো পরিচিত মুখ। মুশফিক ও মুমিনুল কেবল প্রথম চার দিনের ম্যাচটি খেলবেন। সৌম্য দ্বিতীয় চারদিনের ম্যাচ এবং ওয়ানডে দলে আছেন। এ ছাড়া সব স্কোয়াডেই আছেন বিজয়, তানভীর, মোসাদ্দেক, মাহিদুল অঙ্কন, তানজিম সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়ারা।
দুটি ফরম্যাটে পাঁচটি ম্যাচ খেলতে আগামী ৬ আগস্ট পাকিস্তানে যাবে বাংলাদেশ 'এ' দল, সবগুলো ম্যাচ ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। প্রথম চারদিনের ম্যাচটি শুরু হবে ১০ আগস্ট, দ্বিতীয়টি মাঠে গড়াবে ১৭ আগস্ট। তিন ম্যাচ সিরিচের প্রথম ওয়ানডে ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ হবে ২৫ ও ২৭ আগস্ট।
পাকিস্তান সফরে বাংলাদেশ 'এ' দল
প্রথম চার দিনের ম্যাচের স্কোয়াড: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহিদুল ইসলাম অঙ্কন, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া।
দ্বিতীয় চার দিনের ম্যাচের স্কোয়াড: এনামুল হক বিজয়, নাইম শেখ, সাইফ হাসান, সৌম্য সরকার, সাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া।
ওয়ানডে স্কোয়াড: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাঈম শেখ, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া।