দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
শঙ্কা, চাপের বোঝা সরিয়ে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারায় তারা। আত্মবিশ্বাস ফিরে পাওয়া দলটি দ্বিতীয় ম্যাচেও অভিন্ন লক্ষ্যে মাঠে নামছে। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার তুলনামূলক শক্তিশালী হলেও দৃষ্টিতে কেবল জয়ই রাখছে নাজমুল হোসেন শান্ত দল।
ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। টস হারলেও বাংলাদেশ অধিনায়ক শান্ত অবশ্য খুশি। কারণ আগে বোলিং করার পরিকল্পনাই ছিল বলে জানান তিনি। ম্যাচটি নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে। কাল ভারত-পাকিস্তানের খেলা উইকেটেই আজ খেলবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।
ওয়ানডেতে সুখস্মৃতি থাকলেও টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টা এখনও অধরা বাংলাদেশের। ২০০৭ সাল থেকে প্রোটিয়াদের বিপক্ষে খেলা ৮ ম্যাচের সবগুলোতেই হেরেছে তারা। এর মধ্যে ৩টি ম্যাচ টি-টোয়েন্টি বিশ্বকাপের, প্রতিবারই বড় হার সঙ্গী হয় বাংলাদেশের। এবার আগের রেকর্ড বদলে প্রথমবারের মতো জয়ের স্বাদ দিনে প্রত্যয়ী বাংলাদেশ।
চোট কাটিয়ে উঠতে না পারায় আজকের ম্যাচেও নেই বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। বাংলাদেশ তাদের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে নেই সৌম্য সরকার, সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী অনিক। দক্ষিণ আফ্রিকা অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমেছে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া ও ওটেনিল বার্টম্যান।