সামাজিক যোগাযোগমাধ্যমে বাজে মন্তব্য রোধে প্রযুক্তি সহায়তা দিচ্ছে ফিফা
সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমান সময়ে জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ক্রীড়াবিদদের জন্য এটি আরও বেশি কার্যকরী নিজেদের ভক্ত-সমর্থকদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এই কাজ করতে গিয়েই বিভিন্ন সময়ে আজেবাজে মন্তব্যও পেয়ে থাকেন ক্রীড়াবিদরা।
ফুটবলারদের বর্ণবাদ, বাজে মন্তব্যের শিকার হওয়া অহরহ ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়তই নিজেদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে অনেক ধরনের কটু কথা শুনতে হয় তাদের। পেয়ে থাকেন হত্যার হুমকিও। ভিনিসিয়ুস জুনিয়র তো প্রায় প্রতি ম্যাচ শেষেই সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদী মন্তব্যের শিকার হয়ে থাকেন।
এসব বন্ধে ফিফা একটি পদক্ষেপ নিয়েছে। নিজেদের ২১১টি সদস্য দেশকেই একটি টুল দিবে তারা। যেটি ব্যবহার করে ফুটবলাররা আজেবাজে মন্তব্য থেকে নিজেদের রক্ষা করে চলতে পারবেন। ২০২২ কাতার বিশ্বকাপেও এই টুল ব্যবহার করেছিল ফিফা। এবং তাদের দাবি অনুযায়ী, সব মিলিয়ে প্রায় ২৬ লাখ বাজে মন্তব্য নজর থেকে সরিয়েছে সেই টুলটি। ২০২৩ নারী ফুটবল বিশ্বকাপেও ব্যবহার করা হয়েছে এটি।
ফিফা এবং পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো মিলে একসাথে এই টুলটির উন্নয়ন ঘটিয়েছে। এই বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, 'আমরা ইতোমধ্যে দেখেছি এটি কতটা কার্যকরী। আমরা এখন থেকে ২১১ সদস্য দেশকেই এটি সরবরাহ করব। তারা যেখানে যখনই খেলুক না কেন।'
ফিফা জানিয়েছে, কেবল আন্তর্জাতিক ফুটবল ম্যাচই নয় বরং আসন্ন প্যারিস অলিম্পিক, কলম্বিয়াতে অনূর্ধ্ব- ২০ নারী বিশ্বকাপ, উজবেকিস্তানে ফুটসাল বিশ্বকাপ ও ডমিনিকান রিপাবলিকে অনূর্ধ্ব- ১৭ নারী বিশ্বকাপেও ব্যবহার করা হবে টুলটি। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটকের মতো প্লাটফর্মগুলোতে নজরদারি বাড়াবে এই প্রযুক্তিটি।