‘মাহমুদউল্লাহ ও সাকিবকে ছাড়া বাংলাদেশকে ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে হবে’
ভারতের কাছে হেরে বিদায়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। খুব নাটকীয় কিছু না ঘটলে সেমি ফাইনাল খেলার স্বপ্ন পূরণ হচ্ছে না নাজমুল হোসেন শান্তদের। গ্রুপ পর্বে প্রত্যাশিত তিনটি জয় পেলেও বাংলাদেশের পারফরম্যান্স যে খুব ভালো ছিল, তেমনটি নয়। সুপার এইটে প্রথম দুই ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে বড় ব্যবধানে হেরেছেন চান্দিকা হাথুরুসিংহের শিষ্যরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশের পরিকল্পনায় সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকে দেখছেন না অ্যাডাম গিলক্রিস্ট। সাবেক অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি মনে করেন, সময় হয়েছে এই দুই ক্রিকেটারকে ছাড়া সামনে এগোনোর পরিকল্পনা করার৷
ক্রিকবাজের সঙ্গে কথোপকথনে গিলক্রিস্টকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের ক্রিকেটের কীভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত। তার উত্তরে গিলক্রিস্ট বলেছেন, 'বাংলাদেশের উচিত কিছু তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়া। তাদেরকে টানা খেলার সুযোগও দিতে হবে। কয়েকটা খারাপ পারফরম্যান্স গেলেই দল থেকে ছুঁড়ে ফেলা যাবে না।'
এরপরই সাকিব-মাহমুদউল্লাহকে নিয়ে কথা বলেন সাবেক এই অজি উইকেটরক্ষক-ব্যাটসম্যান, 'বাংলাদেশ দলে কারা ভিত্তি হবে সেটি তাদের ঠিক করতে হবে। দলের নেতা কে হবে, কাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাবে এসব ভাবার সময় এখন। মাহমুদউল্লাহ ও সাকিব তাদের ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছে। তাদেরকে ছাড়াই এখন এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে বাংলাদেশের।'
বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে গিলক্রিস্টের মূল্যায়ন, 'তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেভাবে হেরেছে সেটি দলের আত্মবিশ্বাসের জন্য ভালো নয়। হ্যাঁ, এটির জন্য তারা সুপার এইটে উঠতে পারেনি এমন নয়। কিন্তু এসব ম্যাচে জয় মানসিকতায় অনেক প্রভাব ফেলতে পারে।'