বিজয়ের চোখে সাকিব নির্দোষ, মুমিনুল বলছেন, ‘মিথ্যা মামলা’
হত্যা মামলায় আসামি করা করা হয়েছে সাকিব আল হাসানকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে মামলায় অভিজ্ঞ এই অলরাউন্ডারের নাম দেওয়া হয়। রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন, সাকিবকে ২৮ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়।
হত্যা মামলায় সাকিবের নাম আসার ব্যাপারটি নিয়ে ক্রিকেটাঙ্গনে অনেক চর্চা। মামলার তদন্তের স্বার্থে তাকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আইনি নোটিশও পাঠিয়েছেন এক আইনজীবী। এ বিষয়ে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, দ্বিতীয় টেস্টের আগে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে সাকিবের বিরুদ্ধে মামলা হওয়ার ব্যাপারটি নিয়ে হতাশ জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার। মুমিনুল হকের দৃষ্টিতে এটা অপ্রত্যাশিত। তার দাবি, মিথ্যা মামলায় আসামি করা হয়েছে সাকিবকে। অগ্রজকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আরও অনেক কিছুই লিখেছেন তিনি। আরেক ব্যাটসম্যান এনামুল হক বিজয় এক পোস্টে সাকিবকে নির্দোষ দাবি করেছেন।
সাকিবের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে মুমিনুল তার ভেরিফাইড পেজ থেকে লিখেছেন, 'প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি গার্মেন্টসকর্মী হত্যা মামলায় অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে।' লেখেন তিনি।
জাতীয় দলের সঙ্গে পাকিস্তান সফরে থাকা সাবেক এই টেস্ট অধিনায়ক আরও লিখেছেন, 'যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম, সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায় বিচার পাবে। ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সব সময়ই সমর্থন ছিলো, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবেন সাকিব ভাই।'
'এ' দলের সঙ্গে পাকিস্তানে আছেন বিজয়ও। সাকিবকে নিয়ে দেওয়া পোস্টে ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান লিখেছেন, 'সাকিব ভাই, বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান অনস্বীকার্য। বিশ্ব মানচিত্রে আপনি বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। আপনার সাথে আমরা সবাই আছি। ইনশাআল্লাহ এই আঁধার কেটে যাবে। খুব জোর গলায় বলছি আপনি নির্দোষ। আল্লাহ আপনার ভালো করুক।'
আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান তার পোস্টে লিখেছেন, 'ব্যক্তিগতভাবে প্রথম থেকেই ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম। কারণ, ছাত্ররা যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছিল। অতীতে যেভাবে আমার জায়গা থেকে যতোটুকু সম্ভব হয়েছে, সমর্থন দিয়েছি। ভবিষ্যতেও ইনশাআল্লাহ যেকোনো যৌক্তিক দাবিতে পাশে থাকবো। পাশাপাশি একটি বিষয়ে বলতে চাই, দোষ করলে অবশ্যই যেকোনো মানুষের শাস্তি হওয়া উচিত। তবে বিনা অপরাধে কেউ যেন শাস্তি না পায়। ক্রিকেট অঙ্গনে সাকিব ভাই বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাই আশা করবো বাংলাদেশে তার সাথে অন্যায় কিছু হবে না।'