সাকিবের পর তাইজুল
দক্ষিণ আফ্রিকার রান ১০০ ছুঁইছুঁই, এমন সময় আঘাত হানলেন তাইজুল ইসলাম। বাংলাদেশ স্পিনারের বল ছেড়ে দিয়ে বোল্ড অভিষিক্ত ম্যাথু ব্রিটজকে। উইকেট উদযাপনে মাতলেন বাংলাদেশের ক্রিকেটাররা, স্বভাবতই মধ্যমণি তাইজুল। মুশফিকুর রহিম এসে অভিনন্দন জানিয়ে বাঁহাতি এই স্পিনারের জার্সির কলারটা তুলে দিলেন। কলার উচিয়ে চলার মতোই কাজ করেছেন তিনি। টেস্টে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছেছেন তাইজুল।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার মিরপুর টেস্টের প্রথম দিনেই ১৬টি উইকেট পড়েছে। টস জিতে আগে ব্যাটিং করা বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১০৬ রানেই। পরে দক্ষিণ আফ্রিকাকে যে পরীক্ষায় পড়তে হয়, সেটা মূলত তাইজুলের কারণে। সফরকারী দলটির যাওয়া ৬ উইকেটের ৫টিই নিয়েছেন তিনি। চতুর্থ উইকেটটি নিয়ে ২০০'র মাইলফলকে পৌঁছান তাইজুল। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বোলার হিসেবে ২০০ উইকেট পূর্ণ করলেন টেস্ট দলের নিয়মিত এই সদস্য।
তালিকায় সবার উপরে থাকা সাকিব বড় ব্যবধানে বাকিদের চেয়ে এগিয়ে। ৭১ টেস্টের ১২১ ইনিংসে ২৪৬ উইকেট নিয়েছে অভিজ্ঞ এই অলরাউন্ডার। অনেকদিন ধরেই দুইয়ে থাকা তাইজুলের উইকেট এখন ২০টি। একটি জায়গায় অবশ্য সাকিবের চেয়ে এগিয়ে তিনি। ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছাতে সাকিবের লেগেছিল ৫৪ টেস্ট। তাইজুল এই কীর্তিতে নাম লেখালেন ৪৮তম টেস্টে। টেস্ট ক্যারিয়ারে ত্রয়োদশবারের মতো ৫ উইকেট নিলেন তিনি। যা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
মাইলফলকে পৌঁছে উচ্ছ্বসিত তাইজুল। তবে ব্যাপারটি তার কাছে গর্বের নয়, তিনি বরং কৃতজ্ঞতা জানালেন সৃষ্টিকর্তার প্রতি, 'এটা একটা ভালো লাগার বিষয়। বিশ্বের অনেক বোলারই আছে যাদের হয়তো ২০০ উইকেট আছে… বা ৩০০, ৪০০ উইকেট আছে। আমাদের বাংলাদেশের খেলোয়াড়রা হয়তো অতোদিন টেস্ট খেলি না যে অনেকের হবে। তারপরও যে দুই একজন আছে, তার মধ্যে আমি একজন। এটা গর্বের কোনো বিষয় না। আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ হয়েছে।'
দেশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় প্রথম দুটি নাম সাকিব ও তাইজুলের। তিন নম্বরে থাকা বোলারও একজন স্পিনার। তাইজুলের সমান ৪৮ টেস্টে মেহেদী হাসান মিরাজের উইকেট ১৮৩টি। চার নম্বরে থাকা বোলার অনেক আগেই সাবেক হয়ে গেছেন, তিনিও ছিলেন স্পিনার। ৩৩ টেস্টে ১০০ উইকেট নিয়ে চার নম্বরে মোহাম্মদ রফিক। পাঁচ নম্বরে থাকা মাশরাফি বিন মুর্তজা ৩৬ টেস্টে উইকেট নিয়েছেন ৭৮ উইকেট। পেসারদের মধ্যে তিনিই সবার চেয়ে এগিয়ে।