ওয়েস্ট ইন্ডিজে হাসান মুরাদের হ্যাটট্রিক
প্রস্তুতি ম্যাচ, এখানে প্রস্তুতি নেওয়াটাই মূখ্য। ওয়েস্ট ইন্ডিজ সফরে আসল লড়াইয়ের আগে সেই কাজটি ভালোভাবেই করে নিলো বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে ব্যাটসম্যানরা নিজেদের ঝালিয়ে নেওয়ার পর বোলাররা আরও ভালোভাবে সেরে নিলেন ম্যাচ অনুশীলন।
দুই দিনের ম্যাচটিতে ২৭.৪ ওভারে ৮৭ রানেই ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের ৯ উইকেট তুলে নেয় বাংলাদেশ। দুই পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ দারুণ বোলিং করেছেন, তবে তাদের ছাপিয়ে আলোচনায় হাসান মুরাদ। জাতীয় দলের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলা বাঁহাতি এই স্পিনার হ্যাটট্রিক করেছেন। তার টানা তিন উইকেট নেওয়ার মধ্য দিয়েই ইতি টানা হয় ম্যাচের।
অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে দুই দলই একবার করে ব্যাটিং করেছে। টস জিতে আগে ব্যাটিং করা বাংলাদেশ ৭ উইকেটে ২৫৩ রান তুলে ইনিংস ঘোষণা করে। অন্যদের ব্যাটিং করার সুযোগ করে দিতে বাংলাদেশের তিনজন ব্যাটসম্যান স্বেচ্ছায় মাঠ ছাড়েন।
বৃষ্টি ও বাংলাদেশের বোলারদের তোপে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের ব্যাটসম্যানরা সেভাবে ব্যাটিং করার সুযোগ পাননি। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা দেরিতে শুরু হয়, স্বাগতিক দেশের দলটি এদিন ব্যাটিং করে ২৫.৪ ওভার। আগের দিন ১ উইকেট হারানো দলটি আজ ৮৭ রান তুলতেই হারায় ৮ উইকেট।
টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা হাসান মুরাদ ২৮তম ওভারে উইকেট বৃষ্টি নামিয়ে হ্যাটট্রিক করেন। টানা তিন বলে তার শিকার ড্যানিয়েল বেকফোর্ড, নাভিন বিদাইসি ও চাইম হোল্ডার। ২৩ বছর বয়সী এই বোলার ১.৪ ওভারে ১ রানে নেন ৩ উইকেট। ৫ ওভারে ২১ রানে তাসকিনের শিকার ২ উইকেট। ৬ ওভারে ১৫ রানে ২ উইকেট নেন হাসান মাহমুদও।
আরেক পেসার শরিফুল ইসলাম ৩ ওভারে ১২ রানে পান একটি উইকেট। এই সফরে টেস্ট সিরিজে অধিনায়কত্ব করার অপেক্ষায় থাকা মেহেদী হাসান মিরাজ এক ওভারে কোনো রান না দিয়ে নেন একটি উইকেট। তাইজুল ইসলাম ৪ ওভারে ৪ রান দিয়ে কোনো উইকেট পাননি। তরুণ পেসার নাহিদ রানা ৭ ওভারে ২৮ রান খরচায় উইকেটশূন্য থাকেন।
এর আগে বাংলাদেশের পক্ষে ভালোই ব্যাটিং করেন মুমিনুল হক, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কনরা। মুমিনুল ৫৮ বলে ৩১ রান করেন। ৫৩ বলে ৩১ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন লিটন। স্বেচ্ছায় মাঠ ছাড়া আও দুই ব্যাটসম্যান জাকের ১১০ বলে ৪৮ ও অঙ্কন ৮৭ বলে ৪১ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৭৩.২ ওভারে ২৫৩/৭ (জয় ৮, জাকির ১৫, মুমিনুল ৩১, শাহাদাত ২৫, লিটন ৩১, জাকের ৪৮, অঙ্কন ৪১, মিরাজ ১১, তাইজুল ১৫*, হাসান ০, তাসকিন ৭; ম্যাকঅ্যালিস্টার ২/৪৮, হোল্ডার ২/৪৮, এডওয়ার্ড ১/৩৫, লুইস ১/২৪ ও গ্রিভস ১/২০)।
ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ: ২৭.৪ ওভারে ৮৭/৯ (মেরিয়ুস ২৩, গ্রিভস ২০, বেকফোর্ড ১৯; হাসান মাহমুদ ২/১৫, নাহিদ রানা ০/২৮, তাসকিন ২/২১, শরীফুল ১/১২, তাইজুল ০/৪, হাসান মুরাদ ৩/১, মিরাজ ১/০)।
ফল: ড্র