টাইমড আউটের আবেদন করেও ও’কনেলকে ফিরিয়ে আনলেন মিরাজ
নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে গিয়েই সাজঘরের পথে হাঁটা দিতে হলো টম ও'কনেলকে। আম্পায়ারের সিদ্ধান্ত জানার পর হাঁটাও দিলেন চট্টগ্রাম কিংসের অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার। কিন্তু পরক্ষণেই সিদ্ধান্ত বদলাল, যদিও এটা আম্পায়ারের সিদ্ধান্ত নয়। প্রতিপক্ষ দল খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ডেকে ফেরালেন ও'কনেলকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টাইমড আউটের শিকার হতে হতেও হলেন না তিনি।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) খুলনা টাইগার্স ও চট্টগ্রাম কিংসের মধ্যকার ম্যাচে এমনই এক ঘটনা দেখা গেল। নতুন ব্যাটসম্যান হিসেবে ২ মিনিটের মধ্যে প্রথম বল খেলার জন্য প্রস্তুত হতে পারেনি ও'কনেল। খুলনা আম্পায়ারের কাছে আবেদন করলে নিয়ম অনুযায়ী তাকে আউট ঘোষণা করেন আম্পায়ার তানভীর আহমেদ। ও'কনেল সাজঘরে ফেরার জন্য হাঁটা দিলে তাকে ফিরিয়ে আনেন মিরাজ।
ঘটনাটি চট্টগ্রামের ইনিংসের সপ্তম ওভারের। প্রথম বলে হায়দার আলীকে ফেরান পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে ঢুকতেই দেরি করে ফেলেন ও'কনেল। দুই মিনিটের মধ্যে প্রথম বল খেলার জন্য প্রস্তুত থাকার নিয়ম থাকলেও তিনি দুই মিনিটের মধ্যে মাঠেই প্রবেশ করতে পারেননি। ও'কনেল যখন মাঠে প্রবেশ করছিলেন, ততোক্ষণে দুই মিনিট পেরিয়ে গেছে।
তার মাঠে প্রবেশ করার সময় অনফিল্ড আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় খুলনার অধিনায়ক মিরাজ ও তাদের কয়েকজন ক্রিকেটারকে। মাঠে ঢুকে সতীর্থ শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে কথা বলছিলেন ও'কনেল। এ সময় আম্পায়ার এগিয়ে এসে তাকে টাইমড আউটের কথা জানান এবং আউট ঘোষণা করেন। আম্পায়ার সিদ্ধান্ত জানিয়ে দিলে ফিরে যাচ্ছিলেন ও'কনেল। তবে সিদ্ধান্ত পাল্টান মিরাজ, হাত উঁচিয়ে তাকে ফিরিয়ে এনে ব্যাটিং করার সুযোগ দেন খুলনা অধিনায়ক।
কোনো বল না খেলেই আউট হওয়ার হাত থেকে বাঁচলেও উইকেটে টিকতে পারেননি ও'কনেল। প্রথম বলেই নওয়াজের বলে আউট হয়ে ফিরে যেতে হয় তাকে। সপ্তম ওভারে চট্টগ্রামের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। ততোক্ষণে চট্টগ্রামের হার সময়ের ব্যাপারে পরিণত হয়ে যায়। ২০৪ রানের বিশাল লক্ষ্যে কেলতে নেমে ৫৬ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে চট্টগ্রাম।