যুব এশিয়া কাপ ও বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা
আগামী বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় যুব এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপে অংশ নিতে আগামী ২০ ডিসেম্বর দেশ ছাড়বে যুবারা। ১৫ সদস্যের এই দলটিই এশিয়া কাপ খেলে সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজে যাবে বিশ্বকাপে অংশ নিতে।
বিশ্বকাপজয়ী দলের সদস্য রাকিবুল হাসানকে দলের নেতৃত্ব রাখা হয়েছে। আরেক সদস্য প্রান্তির নওরোজ নাবিলকে তার ডেপুটি করা হয়েছে। আগের বিশ্বকাপের দল থেকে এবারের স্কোয়াডে নেওয়া হয়েছে তানজিম হাসান সাকিব ও মেহরব হাসানকে।
২৩ ডিসেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। প্রথম ম্যাচে শারজাহতে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। 'বি' গ্রুপে বাংলাদেশের পরের দুই প্রতিপক্ষ কুয়েত ও শ্রীলঙ্কা। এই ম্যাচ দুটিও শারজাহতে অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে দুবাই থেকে ২ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বিশ্বকাপের আগে সেন্ট কিটস এন্ড নেভিসে চারদিনের কোয়ারেন্টিন করতে হবে বাংলাদেশকে।
টুর্নামেন্টে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। কোয়ারেন্টিনের কড়া বিধি নিষেধে এবারের আসরে খেলবে না নিউজিল্যান্ড। তাদের পরিবর্তে অংশ নেবে স্কটল্যান্ড।
স্কোয়াড: রাকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতিখার হোসেন ইফতি, এসএম মেহরব হাসান, আইচ মোল্লা, আবদুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মন্ডল, মোহাম্মদ আশিকুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাঈমুর রহমান নয়ন।
অতিরিক্ত সফরসঙ্গী: আহোসান হাবিব লিওন ও জিসান আলম।
স্ট্যান্ডবাই: মহিউদ্দিন তারেক, তৌহিদুল ইসলাম ফেরেদৌস, সাকিব শাহরিয়ার ও গোলাম কিবরিয়া।