বিসিএল শুরুর দিনে করোনাভাইরাস বিতর্ক
করোনাভাইরাসের কারণে গত বছর অনুষ্ঠিত হয়নি বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। এক বছর বিরতির পর রোববার মাঠে গড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লঙ্গার ভার্সনের এই টুর্নামেন্ট। কিন্তু শুরুর দিনেই ওয়ালটন মধ্যাঞ্চলের ক্রিকেটার আব্দুল মজিদের করোনাভাইরাস আক্রান্ত হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
ওয়ালটন মধ্যাঞ্চলের ওপেনার মজিদ করোনায় আক্রান্ত হন। কিন্তু দলটির দাবি র্যাপিড টেস্টে নেগেটিভ ফল এসেছে তাদের ক্রিকেটারের। নেগেটিভ হলেও টুর্নামেন্টের প্রটোকল অনুযায়ী খেলার অনুমতি দেওয়া হয়নি মজিদকে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে মাঠে নেমেছে মধ্যাঞ্চল। এই ম্যাচ শুরুর আগের দিন শনিবার রাতে মধ্যাঞ্চলের ক্রিকেটারদের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করে বিসিবি। রোববার সকালে ফল আসে, তাতে পজিটিভ হন মজিদ। তার শরীরে কোনো উপসর্গ নেই। মজিদ সুস্থ ও ফিট আছেন বলে জানানো হয় দলের পক্ষ থেকে।
ফল পজিটিভ আসায় মজিদের র্যাপিড টেস্ট করায় মধ্যাঞ্চল, ফল নেগেটিভ আসে। কিন্তু এতে ম্যাচ খেলার অনুমতি মেলেনি ডানহাতি এই ওপেনারের। টুর্নামেন্টের করোনা প্রটোকল অনুযায়ী, কারও উপসর্গ থাকলে তাকে স্কোয়াড থেকে আলাদা করতে হবে। আর পরীক্ষার ফল পজিটিভ এলে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে তাকে।
এই নিয়মের কারণেই মজিদের প্রথম রাউন্ড খেলা হচ্ছে না। তবে সপ্তম থেকে দশম দিনের মাঝে উপসর্গ না থাকলে মধ্যাঞ্চলের এই ক্রিকেটার দলের সঙ্গে যোগ দিতে পারবেন। অর্থাৎ, আগামী ১৮ ডিসেম্বর মজিদের শরীরে উপসর্গ না থাকলে পরের রাউন্ডে খেলতে বাধা থাকবে না তার। ১৯ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় রাউন্ড।
মজিদকে দলে না পাওয়াটা বড় ধাক্কাই মধ্যাঞ্চলের জন্য। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফর্মার সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন। ৬ ম্যাচে একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরিসহ ৪৩.২১ গড়ে ৫২১ রান করেন তিনি, যা ছিল আসরের তৃতীয় সর্বোচ্চ।