আকরামের জায়গায় জালাল ইউনুস, কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন
গত অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আড়াই মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও স্ট্যান্ডিং কমিটি ছিল না। আগের মতো করে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন বিসিবি পরিচারকরা। ২৪ ডিসেম্বর স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করেছে বিসিবি। নব নির্বাচিত বোর্ড পরিচালকদের দ্বিতীয় সভা শেষে স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
স্ট্যান্ডিং কমিটিতে বেশ কিছু পরিবর্তন এসেছে। নতুন পরিচালক হওয়া বেশ কয়েকজন দায়িত্ব পেয়েছেন। সবচেয়ে বেশি আলোচনায় থাকা ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে জালাল ইউনুস। তিনি আগে মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন। ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব ছাড়তে চাওয়া আকরাম খানকে ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট বিভাগের প্রধান করা হয়েছে। প্রতিবন্ধী ক্রিকেটের দেখভালের দায়িত্বও তাকে দেওয়া হয়েছে।
মিডিয়া কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রথমবারের বিসিবি পরিচালক হওয়া তানভীর আহমেদ টিটু। টুর্নামেন্ট কমিটির প্রধান করা হয়েছে আহমেদ সাজ্জাদুল আলম ববিকে। আগের মেয়াদে তিনি শুধু বোর্ড পরিচালক ছিলেন। তাকে প্রধান করা কমিটির চেয়ারম্যান ছিলেন গাজী গোলাম মুর্তজা।
বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির প্রধান করা হয়েছে প্রথমবারের মতো বিসিবি পরিচালক হওয়া ওবেদ নিজাম। এই কমিটির প্রধান ছিলেন তানজীল চৌধুরী। আম্পায়ার্স কমিটির প্রধানও করা হয়েছে নতুন বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠুকে। এই কমিটির চেয়ারম্যান ছিলেন সাইফুল আলম স্বপ্ন চৌধুরী।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের দায়িত্বে দেওয়া হয়েছে আরেক নতুন পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরীকে। আগের মেয়াদে এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কাজী ইনাম আহমেদ। জাতীয় দলের আদলে তৈরি করতে যাওয়া বাংলা টাইগার্সের চেয়ারম্যান করা হয়েছে ইনাম আহমেদকে।
বিসিবির স্ট্যান্ডিং কমিটি
ওয়ার্কিং কমিটি: এনায়েত হোসেন সিরাজ
মিডিয়া এন্ড কমিউনিকেশন্স: তানভীর আহমেদ টিটু
গেম ডেভেলপমন্টে: চেয়ারম্যান- খালেদ মাহমুদ সুজন, ভাইস-চেয়ারম্যান- ফাহিম সিনহা
হাই পারফরম্যান্স: চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়, ভাইসে-চেয়ারম্যান- আকরাম খান
টুর্নামেন্ট কমিটি: চেয়ারম্যান- আহমেদ সাজ্জাদুল আলম ববি, ভাইস-চেয়ারম্যান- খালেদ মাহমুদ সুজন
গ্রাউন্ডস কমিটি- মাহবুব আনাম
ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট ও ফিজিক্যালি চ্যালেঞ্জড: আকরাম খান
ক্রিকেট অপারেশন্স: চেয়ারম্যান- জালাল ইউনুস, ভাইস-চেয়ারম্যান- খালেদ মাহমুদ সুজন
এজ গ্রুপ টুর্নামেন্ট: চেয়ারম্যান- ওবেদ নিজাম, ভাইস-চেয়ারম্যান- তানভীর আহমেদ টিটু
আম্পায়ার্স কমিটি: ইফতেখার রহমান মিঠু
সিসিডিএম: মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী
মার্কেটিং এন্ড কমার্শিয়াল ও বিপিএল গভর্নিং কাউন্সিল: শেখ সোহেল
বাংলা টাইগার্স: কাজী ইনাম আহমেদ