করোনায় আক্রান্ত প্রধান নির্বাচক নান্নু
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নান্নু নিজেই বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন।
কিছুটা জ্বর থাকলেও জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের শারীরিক অবস্থা ভালো আছে। লম্বা সময় ধরে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করে আসা নান্নু ধারণা করছেন, করোনা পরীক্ষার ফল ভুল আসতে পারে। এ কারণে বৃহস্পতিবার আরও একটি পরীক্ষা করাবেন তিনি।
মিনহাজুল আবেদীন বলেন, 'হঠাৎ করেই করোনা পরীক্ষা করাই, আর তাতে ফল পজিটিভ এসেছে। তবে আমার শরীরের অবস্থা ভালো আছে। একটু জ্বর ছাড়া আমার শরীরে আর কোনো উপসর্গ নেই। মনে হচ্ছে ফলস পজিটিভও হতে পারে। কাল আরও একটি পরীক্ষা করাবো।'
২০১৬ সাল থেকে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করে আসছেন নান্নু। ২০১১ সাল থেকে নির্বাচক প্যানেলে ছিলেন তিনি। গত বছরের ৩১ ডিসেম্বর জাতীয় নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়েছে।
এর আগে মঙ্গলবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু করোনা পজিটিভ হন। বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেছেন, 'করোনায় আক্রান্ত হয়েছি। বাসাতেই আইসোলেশনে আছি। আমার শরীর ভালোই আছে। সবাই দোয়া করবেন।'