বিসিএল ওয়ানডে খেলছেন সাকিব, অনিশ্চিত মাশরাফির খেলা
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) লঙ্গার ভার্সনের আসরটির পর্দা নেমেছে বৃহস্পতিবার। বিসিবি দক্ষিণাঞ্চলকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ওয়ালটন মধ্যাঞ্চল। কদিন পর শুরু হবে বিসিএলের ওয়ানডে সংস্করণের টুর্নামেন্ট। এই আসরে খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে খেলবেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে চোটে পড়েন সাকিব। দুই ম্যাচ বাকি থাকতে দুবাই থেকেই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ঘরের মাঠে পাকিস্তান সিরিজ সামনে রেখে দেশে ফিরলেও শুধু একটি টেস্ট খেলেন তিনি। পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নেওয়া সাকিব বিসিএল ওয়ানডে দিয়ে মাঠে ফেরার অপেক্ষায়। তবে মাশরাফি বিন মুর্তজার খেলার কথা থাকলেও সেটা নিশ্চিত নয়।
চার দিনের টুর্নামেন্টের পাশাপাশি বিসিএলে এবার ওয়ানডে আসরও আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে ম্যাচ প্রস্তুতি সেরে নিতে এই টুর্নামেন্টে খেলার কথা জানান সাকিব। এরপর ওয়ালটন মধ্যাঞ্চলের সঙ্গে কথা বলে খেলার ব্যাপারটি নিশ্চিত করেন বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি এই অলরাউন্ডার।
সিঙ্গেল লিগ পদ্ধতিতে বিসিএল ওয়ানডে টুর্নামেন্টটি সিলেটে অনুষ্ঠিত হবে। আগামী ৯, ১১ ও ১৩ জানুয়ারি সিলেটের দুটি মাঠে খেলাগুলো হবে। ১৫ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে, তবে ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।
শুক্রবার সন্ধ্যায় সিলেট যাওয়ার কথা ওয়ালটন মধ্যাঞ্চলের। সাকিব দলের সঙ্গে কখন যোগ দেবেন, এ বিষয়ে দলটি চূড়ান্ত কিছু জানায়নি। মধ্যাঞ্চলের ম্যানেজার মিল্টন আহমেদ বলেছেন, 'সাকিব দেশে এসে পৌঁছেছেন। আমাদের সঙ্গে কথা হয়েছে। তিনি দলের সঙ্গে দ্রুতই যোগ দেবেন।'
এরই মধ্যে সাকিবসহ তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানদের বিসিএল ওয়ানডে খেলার বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে পিঠে ব্যথা থাকায় মাশরাফির খেলা নিশ্চিত নয়। ওয়ানডের সাবেক অধিনায়ক বলেছেন, 'বিসিএল খেলব কিনা, সেটা এখনও নিশ্চিত নই। খানিকটা ব্যাক পেইন আছে।'
'একটু সময় লাগবে হয়তো। সামনে বিপিএল আছে, আস্তে আস্তে শুরু করছি। ব্যাক পেইনের কী অবস্থা হয়, এটার ওপর নির্ভর করছে। বিসিএলে খেলার কথা বলেছে। তবে প্রস্তুতি পুরোপুরি না হওয়া পর্যন্ত নিশ্চিত নয়।' যোগ করেন মাশরাফি।