দেশের হয়ে সব খেলাই খেলুক সাকিব, চাওয়া শৈশবের কোচের
টেস্ট খেলতে চান না সাকিব আল হাসান, এমন তথ্য দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে টেস্ট খেলতে এক প্রকার বাধ্য করানো হয়েছে, এমন প্রমাণও মিলেছে অতীতে। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়ে রেখেছিলেন সাকিব।
ছুটি নিয়ে রাখলেও আইপিএলে দল মেলেনি বাংলাদেশ অলরাউন্ডারের। যে আইপিএল খেলতে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে না যাওয়ার পরিকল্পনা, সেই আইপিএলই খেলা হচ্ছে না তার। এ কারণেই প্রশ্ন উঠছে, সাকিব কি তাহলে এবার টেস্ট খেলতে দলের সঙ্গে যাবেন? এই প্রশ্নের উত্তর এখনও না মিললেও তার শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের চাওয়া, দেশের হয়ে সব খেলাই খেলুক সাকিব।
বুধবার মিরপুরের একাডেমি মাঠে সাকিবের ব্যাটিং নিয়ে দীর্ঘ সময় ব্যয় করা নাজমুল আবেদীন বলেন, 'এটা নিয়ে (দক্ষিণ আফ্রিকার টেস্ট খেলা) আসলে আলাদা করে কোনো কথা হয়নি। ও কী খেলতে যাচ্ছে বা না খেলবে, সে বিষয়ে কোনো কথা হয়নি। আমার পরামর্শ থাকবে সব খেলার। ও যখনই খেলার মতো অবস্থায় থাকবে, বাংলাদেশের সব খেলা যেন খেলে, এটা আমি চাইব।'
সব খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেও সাকিবের শারীরিক অবস্থা নিয়ে সচেতন নাজমুল আবেদীন। ফরচুন বরিশালের এই ব্যাটিং পরামর্শক বলেন, 'ওর শরীরটা যেন ঠিক থাকে। শারীরিক কারণে কোথায় বিরতি নিতে পারে, সেটাও একটু ভেবে রাখা দরকার। এই বয়সে তিন ফরম্যাটে খেলা, কারণ ও যখন খেলবে, ও এমন একজন ব্যাটসম্যান, যে হয়তো রান করবে, বোলিং করবে।'
এ কারণে চাপ না নেওয়ার পরামর্শও দিয়েছেন নাজমুল আবেদীন। এক্ষেত্রে বিসিবির সঙ্গে আলাপ করে সাকিব সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করেন তিনি। তার ভাষায়, 'ওই চাপ নেওয়াটা সহজ হবে না। তাই গুরুত্ব বুঝে বুঝে হয়তো খেলতে হবে। তাই সাকিব এবং বোর্ডকে বসে আলাপ করতে হবে যে, ও কোথায় কোথায় খেলবে। খেলার অবস্থায় থাকলেও হয়তো একটা সিরিজ নাও খেলতে পারে, একটা টেস্ট নাও খেলতে পারে শারীরিক রিকভারির জন্য। আমার মনে হয়, আলাপ-আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নিয়ে আসতে পারে।'