আরভিয়াকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙলেন খালেদ
প্রথম টেস্ট হারের ব্যথা ভুলে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। বল হাতে এই টেস্টে শুরুটা মন্দ হয়নি মুমিনুল হকের দলের। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস স্টেডিয়ামে টস জিতে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামা দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভেঙেছে বাংলাদেশ।
বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দিয়েছেন খালেদ আহমেদ। আগের টেস্টে দারুণ বোলিং করা ডানহাতি এই পেসারের শিকার সারেল আরভিয়া। দলীয় ৫২ রানের মাথায় খালেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন বাঁহাতি এই ওপেনার। ফেরার আগে ২৪ রান করেন তিনি।
আরভিয়ার বিদায়ে নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে গেছেন কিগান পিটারসেন। অধিনায়ক ডন এলগারের সঙ্গে সমান তালে পা ফেলে উইকেটে থিতু হওয়ার চেষ্টায় তিনি। ১৭ ওভার শেষে ১ উইকেটে প্রোটিয়াদের সংগ্রহ ৭০ রান। এলগার ৪২ ও পিটারসের ৪ রানে ব্যাটিং করছেন।
১২তম ওভারে আরভিয়াকে ফেরানো খালেদ তৃতীয় ওভারেই উইকেটের দেখা পেতে পারতেন। আরভিয়াকেই নিজের শিকারে পরিণত করতে পারতেন তিনি। কিন্তু অধিনায়ক মুমিনুল হক রিভিউ নিতে দেরি করে ফেলায় সেটা হয়নি।
তৃতীয় ওভারে আরভিয়ার বিপক্ষে এলবিডব্লিউর জোরারো আবেদন করেন খালেদ। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেওয়ার তাগিদ দেন তিনি। বাংলাদেশ দলের কেউ একজন নিজেদের কাছেই জানতে চান, ব্যাটে বলের স্পর্শ আছে কিনা। খালেদ নেতিবাচক ইশারা করেন। কিন্তু মুমিনুল রিভিউ নিতে নিতে ১৫ সেকেন্ড পেরিয়ে যায়। সে সময় ৪ রানে ব্যাটিং করছিলেন আরভিয়া।