‘আমার রোবট হতে হবে, এ ছাড়া বিকল্প নেই’
মাঠে রিভিউ নেওয়ার ক্ষেত্রে তেমন দূরদর্শী নয় বাংলাদেশ ক্রিকেট দল। আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নিতে গিয়ে প্রায়ই গড়বড় করতে দেখা যায়। প্রয়োজনের সময়ে রিভিউ না নিয়ে অন্য সময়ে রিভিউ হারাতে দেখা যায় বাংলাদেশকে।
এমন ঘটেছে বাংলাদেশের সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরেও। টেস্ট সিরিজে একাধিকবার ভুল সময়ে রিভিউ নিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ। আবার রিভিউ না নিয়ে পরে টিভি রিপ্লেতে দেখে হা-হুতাশ করেছে সফরকারীরা। কিন্তু রিভিউয়ে সফল হওয়ার পথও খুঁজে পাচ্ছেন না টেস্ট অধিনায়ক মুমিনুল হক। যে কারণে হতাশাই প্রকাশ করতে দেখা গেল তাকে।
১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। ম্যাচের আগেরদিন উঠে এলো রিভিউয়ের বিষয়টি। এই সমস্যা কীভাবে কাটিয়ে ওঠা যায়, এমন প্রশ্নে মুমিনুল জানান, এটা কাটিয়ে উঠতে তার রোবট হওয়া ছাড়া বিকল্প নেই।
মিড অন বা মিড অফে ফিল্ডিং করেন মুমিনুল। যেখান থেকে এলবিডব্লিউর ব্যাপারটি ঠিকমতো বোঝা যায় না। বাংলাদেশের টেস্ট অধিনায়ক অসহায়ত্বের কণ্ঠে বললেন, 'ফাজলামো করে যদি বলি, আমার রোবট হতে হবে, এ ছাড়া কোনো অপশন নেই। আমি হয়তো মিড অফে থাকি। আমার কাছে মনে হয় বোলার আর কিপারের ভিউটা সবচেয়ে ভালো থাকে। ওরা যদি ভালো ফিডব্যাক দেয়, ভালো সিদ্ধান্ত নেওয়া যায়।'
রিভিউয়ে যে আগে সফল হয়েছেন, সেটাও উল্লেখ করলেন মুমিনুল। তার ভাষায়, ''আমি আগেও অনেক রিভিউয়ে সফল হয়েছি। আমার মনে হয় মাঝে মাঝে এগুলোও আপনাদের দৃষ্টি দেওয়া উচিত। মাঝেমধ্যে হয়তো হয় না। শুধু আমি না, বিশ্বের সব অধিনায়কই এটার সম্মুখীন হয়। এ জন্য আমার কিছু সাপোর্টও দরকার।'