টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট নিষ্প্রাণ ড্র হয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ফ্ল্যাট উইকেটে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সুযোগই পায়নি বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে ফলের খোঁজে দুই দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ম্যাচটি সকাল ১০টায় শুরু হবে।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। চোটের কারণে ছিটকে গেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তার জায়গায় সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার এবাদত হোসেন। আঙুলের চোটে দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে না ডানহাতি অফ স্পিনার নাঈম হাসানের। তার জায়গায় মোসাদ্দেক হোসেন সৈকতকে নেওয়া হয়েছে। ২০১৯ সালের সেপ্টেম্বরের পর প্রথম টেস্ট খেলছেন ডানহাতি এই অলরাউন্ডার।
শ্রীলঙ্কাও তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। মাথায় বলের আঘাতে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ছিটকে যান বিশ্ব ফার্নান্দো। তার কনকাশন সাব হিসেবে নামা কাসু রাজিথাকে এই টেস্টের একাদশে নেওয়া হয়েছে। বাদ পড়েছেন লাসিথ এমবুলদেনিয়া। তার জায়গায় নেওয়া হয়েছে প্রাভিন জয়াবিক্রমাকে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, প্রাভিন জয়াবিক্রমা, কাসুন রাজিথা ও আসিথা ফার্নোন্দো।