সাফল্যের রহস্যের প্রশ্নে লিটন বললেন, ‘আমার ভেতরেই থাক’
অপার সম্ভাবনা নিয়ে জাতীয় দলে অভিষেক হয় লিটন কুমার দাসের। সাত বছর আগের সেই সময়ে বলা হতো, 'বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং ভবিষ্যত হতে যাচ্ছেন তিনি।' আবার ব্যাট হাতে খারাপ সময়ে লিটনকে নিয়েই বলা হয়েছে, 'পারফরম্যান্স করতে না পারলে প্রতিভা দিয়ে কী হবে?'
নিন্দুকের এসব সমালোচনা গায়ে মাখেননি নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করা লিটন। নিজেকে ভেঙে গড়েছেন, বদলে ফেলেছেন অনুশীলনের ধরন। তাতে মিলেছে ছন্দ, ব্যাটে বইছে রানের ফোয়ারা। বিশেষ করে টেস্টে ডানহাতি এই ব্যাটসম্যান বিশ্ব ক্রিকেটেই এখন উদাহরণযোগ্য।
উইকেটে নামলেই রানের দেখা পান লিটন। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৮৮ রানের ইনিংস খেলা বাংলাদেশ ব্যাটসম্যান মিরপুর টেস্টে আরও সাবলীল। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে চোখ জুড়নো সব শটে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। কীভাবে এটা সম্ভব হচ্ছে? লিটন জানালেন, অনুশীলনের প্রক্রিয়া বদলে তার এই সাফল্য। তবে কী কী বদলেছেন, সেটা না বলে নিজের মধ্যেই রাখতে চান তিনি।
মানসিক নাকি স্কিলের পরিবর্তনের ফল এটা? এমন প্রশ্নের উত্তরে লিটন বলেন, 'আপনারা ভালো বলতে পারবেন। তবে আমার কাছে মনে হয়, আমার অনুশীলনের মেথড বদলেছে।'
এর আগে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, কোনটা করতে হবে আর কোনটা নয়; লিটন এখন তা জানেন। সেটারই সূত্র ধরে লিটনের কাছে জানতে চাওয়া হলো তিনি এখন কী কী করেন না। লিটন বললেন, 'খুব কঠিন এটা বলা যে কী কী করি না বা কী বদলেছে। আমার কাছে মনে হয়, প্র্যাকটিসের মেথড বদলেছে, তা বলতে পারি। তবে কী কী বদলেছে, তা বলতে পারব না যে কীভাবে সফল হলাম বা কেন হচ্ছি, এই জিনিসটা আমার ভেতরেই থাক।'
অনুশীলনে ধরন বদলানো নিয়েও কথা বলতে চাইলেন না মিরপুর টেস্টে ১৪১ রানের দারুণ ইনিংস খেলান লিটন। তার বর্ণনায় মনে হয়েছে, বিষয়টি বোঝানো বেশ কঠিন। তার ভাষায়, 'কীভাবে বিশ্লেষণ দেব এটা আমি? মানে, আমি এখন কীভাবে বিশ্লেষণ দেব যে কী বদল হয়েছে, আপনি তো বুঝবেনও না যে কোন প্র্যাকটিস কেমন। আমি এটা বিশ্লেষণ দিতেও পারব না।'
বর্তমানে দারুণ ছন্দে থাকলেও খারাপ সময় গেছে লিটনের। সে সময় চারপাশ থেকে ধেয়ে এসেছে সমালোচনা। জীবন যে এমনই, মেনে নিয়েছেন তিনি, 'চেষ্টা সব সময় করি। কিছু সময় ব্যর্থ হই, কিছু সময় সফল হই। এটাই ক্রিকেট, এভাবেই চলতে থাকবে। আজ ভালো করেছি, কাল আবার খারাপ হলে হতেও পারে। এটাই মানুষের জীবন, এটা নিয়েই চলতে থাকবে।'
নিজেকে ফিরে পাওয়ার মিশনে বাংলাদেশের সাবেক ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের টোটকা কাজে লেগেছে লিটনের। যা এখনও অনুসরণ করেন বলে জানালেন তিনি, 'আমি এখন বুঝি যে টেস্ট ক্রিকেটের ধরনটা কেমন। কতক্ষণ ধরে ব্যাটিং করলে রানগুলো বড় হবে। আমার মনে হয়, সে জিনিসগুলো আমাকে বুঝিয়েছিলেন, তা অনেকটাই আমার জন্য কাজের এবং আমি ওই জিনিসটাই অনুসরণ করি এখন পর্যন্ত।'