বৃষ্টির দাপটের দিনে সমানে সমান লড়াই
এক দিনে ৯০ ওভার, এর জন্য দরকার অন্তত সাড়ে সাত ঘণ্টা। কিন্তু বৃষ্টির পেটেই চলে গেল ৪ ঘণ্টা। বাকি সময়ে অনুষ্ঠিত হলো ৫১ ওভারের খেলা। এ সময়ে লড়াই হলো সমানে সমান। সাকিব আল হাসান ও এবাদত হোসেন মিলে ৩টি উইকেট নিলেও শ্রীলঙ্কা এখনও ঠিক কক্ষপথে। তৃতীয় দিনের শেষ থেকেই চতুর্থ দিন শুরু করার লক্ষ্য সফরকারীদের।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামা শ্রীলঙ্কা ৫ উইকেটে ২৮২ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। অ্যাঞ্জেলো ম্যাথুস ৫৮ ও দিনেশ চান্দিমাল ১০ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে এখনও ৮৩ রানে পিছিয়ে লঙ্কানরা। মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৬৫ রান তোলে বাংলাদেশ।
স্বাগতিকদের প্রথম ইনিংসের জবাবে শুরুটা ভালোই ছিল শ্রীলঙ্কার। ৯৫ রানের উদ্বোধনী জুটি গড়া লঙ্কানরা ২ উইকেটে ১৪৩ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে। অধিনায়ক দিমুথ করুনারত্নে ৭০ ও নাইট ওয়াচম্যান হিসেবে নামা ডানহাতি পেসার কাসুন রাজিথা ০ রানে অপরাজিত থাকেন।
তৃতীয় দিন অবশ্য মনের মতো শুরু করা হয়নি শ্রীলঙ্কার। এদিন এক রান যোগ হতেই রাজিথাকে ফিরিয়ে দেন এবাদত। রাজিথার উইকেট হারানোয় আক্ষেপ না থাকলেও কিছুক্ষণ পর করুনারত্নেকে হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ১৬৪ রানের মাথায় সাকিবের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হন তিনি। ফেরার আগে ১৫৫ বলে ৯টি চারে ৮০ রান করেন তিনি।
অধিনায়ককে হারানোর চাপ অবশ্য বুঝতে হয়নি লঙ্কানদের। ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে পঞ্চম উইকেটে জুটি গড়ে তোলেন অভিজ্ঞ ম্যাথুস। এই জুটি থেকে ১০২ রান পায় শ্রীলঙ্কা। উইকেটের দেখা না পেয়ে যখন বাংলাদেশ শিবিরে ক্লান্তি ভর করার উপক্রম, তখনই আঘাত হানেন সাকিব। ধনঞ্জয়াকে ফিরিয়ে দেন বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার। ৯৫ বলে ৯টি চারে ৫৮ রান করেন ধনঞ্জয়া।
বৃষ্টিতে অনেক সময় নষ্ট হওয়ায় এদিন ৩০ মিনিট বেশি খেলা হয়। তবে দলকে আর বিপদে পড়তে দেননি ম্যাথুস ও চান্দিমাল। দুজন মিলে বাকিটা সময় কাটিয়ে দেন। তৃতীয় তিন ৫১ ওভারে ১৩৯ রান তুলেছে করুনারত্নের দল।
মিরপুর টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা বোলার সাকিবের শিকার ৩ উইকেট। এবাদত নিয়েছেন ২ উইকেট। খালেদ আহমেদ, তাইজুল ইসলামরা উইকেট পাননি, লঙ্কান ব্যাটসম্যানদের পরীক্ষাও নিতে পারেননি তারা। স্পিন অলরাউন্ডার হিসেবে মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে নিলেও তাকে দিয়ে মাত্র ২ ওভার বোলিং করানো হয়েছে।