ঘরের মাঠে ভারত-অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন বাংলাদেশের মেয়েরা
আগামী জুনে শুরু হচ্ছে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের পরবর্তী চক্র। এই চক্রে ঘরের মাঠে কয়েক পরাশক্তির বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ছাড়াও দেশের মাটিতে ভারত, পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দেশের বাইরে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২২-২৫ চক্রের ফরম্যাট ও সিরিজের বিস্তারিত প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। উইমেন্স চ্যাম্পিয়নশিপের আগামী আসরে বাংলাদেশের জায়গা নিশ্চিত হয় আগেই। প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে আয়ারল্যান্ড।
এটা উইমেন্স চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। প্রথম দুই আসরে ৮টি করে দল অংশ নেয়। ওয়ানডে র্যাঙ্কিংয়ের ৯ ও ১০ নম্বরে থেকে বাংলাদেশ ও আয়ারল্যান্ড এবার সুযোগ পেয়েছে। এবারের আসরটি হবে ১০ দলের। ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার টুর্নেমেন্টে অংশ নিতে যাওয়া বাকি দলগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
আগামী তিন বছরে আটটি তিন ম্যাচের সিরিজ (চারটি হোম ও চারটি অ্যাওয়ে) খেলবে প্রতিটি। চক্র শেষে শীর্ষ পাঁচদল ও স্বাগতিকরা ২০২৫ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। বাছাইপর্ব পেরিয়ে বাকি দলগেুলোকে জায়গা করে নিতে হবে। বাকি দুটি দল আসবে ছয় দলের বাছাইপর্ব পেরিয়ে।
উইমেন্স চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আগামী ১ জুন করাচিতে পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে নতুন চক্র। এবার উইমেন্স চ্যাম্পিয়নশিপে জায়গা পাওয়ায় অনেক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ারও সুযোগও তাদের সামনে।