ইয়াসিরের চোটে টেস্টের দুয়ারও খুললো বিজয়ের
ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে ব্যাট হাতে রানের ফুলঝুরি সাজানোর পুরস্কার মিলেছিল কিছুদিনের মধ্যেই। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নেওয়া হয় এনামুল হক বিজয়ের। এবার টেস্টের দুয়ারও খুললো তার জন্য। পিঠের চোটে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ইয়াসির আলী রাব্বি। তার জায়গায় টেস্ট দলে নেওয়া হয়েছে বিজয়কে। ৮ বছর পর টেস্ট দলে ডাক পেলেন তিনি।
বুধবার রাতে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে বলা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার উদ্দেশে আগামী ১৭ জুন রওনা করবেন বিজয়। প্রথম টেস্ট বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাচ্ছে বলে এই টেস্টে তাকে বিবেচনা করার সুযোগ নেই। দ্বিতীয় টেস্টে বিবেচনায় থাকবেন ডানহাতি এই ওপেনার।
কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন চোট পান ইয়াসির। ১১ রান করে মাঠ ছাড়েন তিনি মিডল অর্ডার এই ব্যাটসম্যান। এমআরআই স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ইয়াসিরের ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেন। জাতীয় দলের হয়ে ৫টি টেস্ট খেলা ইয়াসির সর্বশেষ দক্ষিণ আফ্রিকায় ম্যাচ খেলেন।
ওয়ানডে ও টি-টোয়েন্টির পর টেস্টেও ডাক পাওয়া বিজয় প্রিমিয়ার লিগে রানের বন্যা বইয়ে দেন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ডানহাতি এই ব্যাটসম্যান ১৫ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ৯টি হাফ সেঞ্চুরিসহ ৮১.২৮ গড়ে ১ হাজার ১৩৮ রান করেন। তাতে রীতিমতো ইতিহাস গড়া হয়ে যায় তার। লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে হাজার রানের সীমানা স্পর্শ করেন বিজয়।
জাতীয় দলের হয়ে ২০১৪ সালে সেন্ট লুসিয়াতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন বিজয়। ৮ বছর পর সেই ওয়েস্ট ইন্ডিজ সফরেই সাদা পোশাকে নামার সম্ভাবনা তৈরি হয়েছে তার। বাকি দুই ফরম্যাটেও নিয়মিত ছিলেন না বিজয়। ২০১৯ সালের জুলাইয়ে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের শেষ ওয়ানডে খেলেন তিনি। জাতীয় দলের হয়ে বিজয় সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৫ সালে।
বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমান।