টেস্ট র্যাঙ্কিংয়ে সাকিবের লম্বা লাফ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্ট ভালো যায়নি বাংলাদেশের। চরম ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটের বড় হার মেনে নিতে হয় সফরাকারীদের। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলের মাঝেও অবশ্য ব্যতিক্রম ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের টেস্ট অধিনায়ক দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি তুলে নেন। তার এই পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন সাকিব। টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তার। গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যা বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়েছেন সাকিব। ৪৬ থেকে ৩২তম নম্বরে উঠে এসেছেন তিনি। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে লম্বা সময় ধরে চারে ছিলেন সাকিব। প্রথম টেস্টের পারফরম্যান্সে এখানেও দুই ধাপ উন্নতি হয়েছে তার। ৩৪৬ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ৩৮৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা।
ক্যারিবীয় পেসারদের তোপে অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। একমাত্র সাকিব ছিলেন ত্রাতার ভূমিকায়। বাঁহাতি এই ব্যাটসম্যান ৫১ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসেও দলকে পথ দেখান তিনি। ২৪৫ রানের ইনিংসে সাকিবের অবদান ছিল ৬৩ রান। তবে বল হাতে উজ্জ্বল ছিলেন না তিনি, দুই ইনিংস মিলিয়ে নেন একটি উইকেট।
প্রথম ইনিংসে বল হাতে আলো ছড়ানোয় বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। বাংলাদেশের ডানহাতি এই অফ স্পিনার ৬ ধাপ এগিয়ে ৩০ নম্বরে আছেন। বাংলাদেশের দুই ইনিংসেই বল হাতে শাসন করা ক্যারিবীয় পেসার কেমার রোচ ৪ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন।