কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণে পরিবর্তন নেই
আসন্ন ঈদুল আজহায় কোরবানি হতে যাওয়া পশুর চামড়ার দাম মঙ্গলবার নির্ধারণ করে দিয়েছে সরকার। গত বছরের নির্ধারিত মূল্যই এবার বজায় রাখা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার ভেতরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা। ঢাকার বাইরে এ দাম ৩৫ থেকে ৪০ টাকা।
আর ঢাকাসহ সারা দেশে প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়ার দাম ১৩ থেকে ১৫ টাকা।
গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) সচিবালয়ে চামড়া ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা যে মূল্য নির্ধারণ করেছি সে মূল্য অনুযায়ী ব্যবসায়ীদের চামড়া ক্রয় করতে হবে।’
ব্যবসায়ীদের পরিবেশবান্ধব উপায়ে যথাযথভাবে চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ করার আহ্বান জানান মন্ত্রী।