শোলাকিয়া জঙ্গি হামলার ৩ বছর আজ
আজ রবিবার (৭ জুলাই) শোলাকিয়া জঙ্গি হামলার ঘটনা তিন বছর পূর্ণ হলো। ২০১৬ সালের ওই দিনে দেশের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাতের সোয়া ১ ঘন্টা আগে মাঠে প্রবেশপথের সবুজবাগ সংযোগ সড়কে মুফতি মোহাম্মদ আলী জামে মসজিদের সামনের তল্লাশি চৌকিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে।
এ সময় জঙ্গিদের ছোঁড়া গ্রেনেড, গুলি ও চাপাতির আঘাতে জঙ্গিদের গ্রেনেড হামলা ও চাপাতির কোপে চেকপোস্টে দায়িত্ব পালনরত কনস্টেবল জহিরুল ইসলাম জেলা সদর হাসপাতালে এবং কনস্টেবল মশিউর রহমান ময়মনসিংহ সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তা ছাড়াও জঙ্গিদের নিক্ষিপ্ত গুলিতে গৃহবধূ ঝরনা রাণী ভৌমিক নিহত হন। এ ছাড়া হামলাকারী জঙ্গি, পুলিশ ও মুসল্লিসহ অন্তত ১৬ ব্যক্তি গুরুতর আহত হন।
সংশ্লিষ্ট আইন কর্মকর্তারা জানান, ইতিমধ্যেই এ মামলার চার্জ গঠন করা হয়েছে এবং আগামী ২২ জুলাই এ মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য আছে।