আট উপায়ে কাজে চৌকস হোন
বন্ধুত্ব থেকে বেতন নিয়ে দরকষাকষির মতো বিভিন্ন বিষয়ে ২০২০ সাল হতে পারে কাজ ও ক্যারিয়ারে সাফল্যের বছর। এ বছর বিভিন্ন কাজ কীভাবে আরও চৌকসভাবে করা যায়, তার আটটি উপায় আলোচনা করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস।
১. কাজে আনন্দ খুঁজুন
যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশ কর্মী জানিয়েছেন, তারা কাজে একাত্ম বোধ করেন না। এর কারণ অনেক। কাজের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক ভিন্ন। তবে যেকোনো কাজের মানোন্নয়নের ছোট ছোট পন্থা আছে। এই ক্ষুদ্র উপায়গুলো চাকরিতে সন্তুষ্টির বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়।
এক গবেষণায় দেখা যায়, কাজে সামান্য পরিবর্তনও সার্বিক আনন্দের ওপর বড় ধরনের প্রভাব রাখতে পারে। অন্যভাবে বলতে গেলে, উল্লেখযোগ্য হারে উন্নতি দেখতে কাজের সব বিষয়ে পরিবর্তন আনার দরকার নেই; অল্প কিছু পরিবর্তনই যথেষ্ট।
২. বিচক্ষণ হোন শক্তিশালী দিকগুলোর ব্যবহারে
কর্মজগতে গত দুই দশকে সক্ষমতা থাকা বিষয়ে কাজের প্রচার বেগবান হয়েছে। অনেক লোকই নিজস্ব দুর্বলতা সারাতে ব্যস্ত থাকেন এবং তারা প্রতিনিয়ত ভালো করছেন এমন বিষয় নিয়ে কাজের সুযোগ পান না। এটি একটি সমস্যা যে, অনেক মানুষ পারদর্শিতা থাকা কাজ কখন করতে হবে, সে বিষয়ে চিন্তিত নন।
৩. ব্যর্থতা থেকে শিখুন
সবকিছু ঠিকঠাকভাবে চললে আমরা সাধারণত বুঝতে পারি, কেন সঠিক হচ্ছে। তবে চরম ব্যর্থতা আমাদের ভুলগুলো খুঁজে বের করতে ও সামনে আনার বিরল সুযোগ দেয়। আরও বিশদভাবে বলতে গেলে, সে সময়টা আমাদের ব্যর্থতায় টেনে নেওয়া চারিত্রিক দিক বা অভ্যাসগুলো চিহ্নিত করে দেয়। এটা একটা সুযোগ, যা আমাদের নেওয়া উচিত।
৪. কানাঘুষা এড়িয়ে চলুন
কর্মস্থলে কানাঘুষা একটি সাধারণ বিষয়। নতুন কোনো কর্মপরিবেশে নেতিবাচক চিন্তা ও কাজের সময় নষ্টকারী সহকর্মীদের পাল্লায় পড়লে ক্যারিয়ারের ক্ষতি হতে পারে। অন্যের নামে নালিশ শুনে কিছু সহকর্মী আপনার বন্ধু হতে পারে। তবে ক্যারিয়ার বিশেষজ্ঞ জিল জ্যাসিন্তোর মতে, সবচেয়ে ভালো উপায় হলো কানাঘুষা পুরোপুরি বন্ধ রাখা।
৫. নিজেকে প্রশ্ন করুন
প্রশ্ন করুন নিজেকে, যা করতে চাইছেন, সেটা করছেন কি না। হতে পারে করছেন। আবার হতে পারে করছেন না। এটি কঠিন প্রশ্নগুলোর একটি, জীবনে আমরা যার উত্তর খোঁজার চেষ্টা করি।
৬. বিরক্তিকর লোকজনকে মোকাবিলা করুন
কর্মজীবনের কোনো এক পর্যায়ে বিরক্তিকর লোকজনের সঙ্গে উঠাবসা করতে হতে পারে। তারা এমন লোক যারা আপনাকে তুচ্ছ ও অসম্মান করবে। এমনকি তারা আপনার সাফল্যের কৃতিত্বও কেড়ে নিতে চাইবে; নিজেদের ব্যর্থতার জন্য আপনাকে দায়ী করবে। তাদের মোকাবিলা করা শিখতে হবে।
৭. উপদেশ নেওয়ার ক্ষেত্রে চৌকস হোন
যেকোনো খাতে অভিজ্ঞ লোকজন কোনো এক পর্যায়ে হয়তো একটি অনুরোধ শুনেছেন। সেটি হলো, "আপনাকে এক কাপ কফি কিনে দিয়ে উপদেশ পেতে পারি?'' এ ধরনের উপদেশ গ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে এটা বুঝতে হবে যে, যেকোনো পেশার ব্যস্ত ও অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছে চাইলেই পরামর্শের সময় পাওয়া যাবে না।
৮. চাকরির ইন্টারভিউতে ভালো করুন
নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ল্যাঙ্গন হেলথ নামের প্রতিষ্ঠানের মনোরোগবিদ্যা বিভাগের চিকিৎসাবিষয়ক প্রশিক্ষক ড. ডেভিড অস্টার্ন বলেন, প্রাপ্তবয়স্ক ৯২ শতাংশেরই চাকরির ইন্টারভিউ নিয়ে ভীতি রয়েছে। নিজেকে ভালোভাবে মেলে ধরা কিংবা সঠিকভাবে প্রকাশ করা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। ইন্টারভিউতে হাত কাঁপতে থাকা, বিচলিত হয়ে পড়া কিংবা ঘামার কারণে উদ্বেগ আরও বেড়ে যায়। এ বিষয়গুলো পরিহারের চেষ্টা করতে হবে।