ছবিতে প্রায় ৯ দশক পর মসজিদ হিসেবে হায়া সোফিয়ায় প্রার্থনা
মুসলিম তরুণ সমর্থকদের স্বপ্ন পূরণে ৮৬ বছর পর ইস্তাম্বুলের ঐতিহাসিক হায়া সোফিয়ায় অনুষ্ঠিত প্রথম নামাজে অংশ নিয়েছেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেফ তাইয়েপ এরদোয়ান নিজেও।
প্রায় নয় দশক পর আবারও মসজিদে পরিণত হওয়ার আগে, ইতিহাসের নানা বাঁকে সুদীর্ঘকাল প্রথমে খ্রিস্টানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাথিড্রালগুলোর একটি, তারপর অটোমান শাসনামলের এক পর্যায়ে মসজিদ এবং গণপ্রজাতন্ত্রী তুরস্কের শুরু থেকে একটি জাদুঘরে পরিণত হয় এই প্রায় দেড় হাজার বছরের পুরনো স্থাপনা।
নিজেই পবিত্র কোরআন পাঠ করে এখানে আবারও মুসলমানদের প্রার্থনার সূচনা করেন এরদোগান। তুরস্কের ধর্মীয় কর্তৃপক্ষের প্রধান- আলি এরবাস ওই প্রার্থনায় নেতৃত্ব দেন।
শুক্রবারের ওই নামাজে প্রায় সাড়ে তিন লাখ মুসলমান অংশ নিয়েছেন বলে জানান তুর্কি রাষ্ট্রপতি।
প্রিয় পাঠক, চলুন ছবিতে দেখা যাক সেই ঐতিহাসিক ঘটনার কিছু মুহূর্ত:
- সূত্র: ডন