২০২১ সালের শীর্ষ ১০ মিলিয়নিয়ার ইউটিউবার
করোনা বাস্তবতায় বেশির ভাগ মানুষই যখন ঘরবন্দি, তখন অনলাইনে কনটেন্ট দেখার প্রবণতাও বেড়েছে। ফলে দিনে দিনে ইউটিউব চ্যানেলগুলোর জনপ্রিয়তা বাড়ছে। একইসঙ্গে বাড়ছে ইউটিউবারদের উপার্জনও।
এ মুহূর্তে বিশ্বের শীর্ষ ১০ ইউটিউবারদের খোঁজ নিয়ে সাজানো হলো এ আয়োজন:
রায়ান'স ওয়ার্ল্ড
প্রাক্তন নাম 'রায়ান টয়সরিভিউ' দিয়ে যাত্রা শুরু করা এই ইউটিউবারের নেট বাজারমূল্য ৮০ মিলিয়ন ডলার। ২০২০ সালেই এই বালক ২৯ দশমিক ৫ মিলিয়ন আয় করেছে বলে জানা যায়। খেলনার চ্যানেলের কর্ণধার, ১০ বছর বয়সী রায়ান কাজি (পারিবারিক নাম গুয়ান) তার চ্যানেলে বিভিন্ন ধরনের খেলনার রিভিউ দেয়। তবে চ্যানেলে রায়ানের সঙ্গে আরও রয়েছেন তার মা লোয়ান, বাবা শিওন এবং জমজ দুই বোন এমা ও কেট। তাদের সাবস্ক্রাইবার সংখ্যা ২৯ দশমিক ৭ মিলিয়ন।
ডুড পারফেক্ট
মিলিয়নিয়ার ইউটিউবারের তালিকার দ্বিতীয় স্থানে আছে 'ডুড পারফেক্ট'। তাদের বাজার মূল্য ৫০ মিলিয়ন ডলার। টাইলার টনি, গ্যারেট হিলবার্ট, কোডি জোনস, কোরি কটন, কোবি কটন ও পান্ডাকে নিয়ে এই চ্যানেল। দলের সদস্যরা বিভিন খেলা নিয়ে একে অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সেসব ভিডিও চ্যানেলে ছাড়া হয়। সাবস্ক্রাইবার সংখ্যা ৫৬ দশমিক ১ মিলিয়ন। মোট ভিউ- ১২ দশমিক ৯৬ বিলিয়ন।
পিউডিপাই
পিউডিপাই চ্যানেলের কর্ণধার ফেলিক্স উলফ কেলবার্গ ২০১০ সালে তার চ্যানেল নিবন্ধন করান এবং ভৌতিক ও অ্যাকশন ভিডিও বানাতে থাকেন। ২০১৬ সালে টাইম ম্যাগাজিন তাকে ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় রেখেছিল। তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১১০ মিলিয়ন এবং বাজারমূল্য ৪০ মিলিয়ন ডলার।
ড্যানিয়েল মিডলটন
ড্যানিয়েল মিডলটন-ড্যানটিডিএমের নেট মূল্য ৪০ মিলিয়ন ডলার। তিনি মূলত একজন গেমার। ভিডিও গেমে ধারাভাষ্যের জন্য তিনি জনপ্রিয়। এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ২৩ মিলিয়ন এবং ভিউ ১৭ বিলিয়ন।
মার্কিপ্লাইয়ার
২৮ মিলিয়ন ডলার সমমূল্যের এই চ্যানেলের মালিক মার্ক এডওয়ার্ড ফিশবাখ। তিনি ক্যালিফোর্নিয়াভিত্তিক একজন গেমার-কমেন্টেটর, অভিনেতা, পডকাস্ট হোস্ট ও কমেডিয়ান। তার চ্যানেলে ২৯ দশমিক ২ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে।
ইভান ফং
কানাডিয়ান এই ইউটিউবারের চ্যানেলের মূল্য ২৫ মিলিয়ন ডলার। 'রিনক্স' নাম নিয়ে ভিডিও গেম ও গান পোস্ট করে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। ডেড রিলম নামক ভিডিও গেমের ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন ফং। তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ২৫ মিলিয়ন।
মি. বিস্ট
২৪ মিলিয়ন ডলার নেট মূল্যের এই চ্যানেলের মালিক জিমি ডোনাল্ডসন। অনলাইনে তিনি মি. বিস্ট নামেই পরিচিত। অতি ব্যয়বহুল স্টান্টের ভিডিও বানানোতে তিনি দক্ষ। তিনি দর্শকদের উদ্দেশ্যে নানা রকম স্পন্সরড গিভঅ্যাওয়ের আয়োজন করেন। ২০১৭ সালে তার 'কাউন্টিং টু ওয়ান লাখ' নামক ভিডিও কয়েক দিনে লাখ লাখ ভিউ পাওয়ার পর তিনি ভাইরাল হন। জিমির সাবস্ক্রাইবার সংখ্যা ৯৫ দশমিক ৮৭ মিলিয়ন।
ডেভিড ডরবিক
ডরবিক একজন স্লোভাকিয়ান-আমেরিকান অভিনেতা, সামাজিক গণমাধ্যম ব্যক্তিত্ব ও ভ্লগার। তার চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে ১৮ মিলিয়ন এবং বাজারমূল্য ২০ মিলিয়ন ডলার।
নাস্তিয়া
অ্যানাস্তাসিয়া রাডজিনস্কায়া বা নাস্তিয়া একজন রাশিয়ান ইউটিউবার, যদিও বর্তমানে সে বাবা-মায়ের সাথে আমেরিকার ফ্লোরিডায় থাকে। তার জন্ম ২০১৪ সালে। সে জার্মান, আরবি, বাংলা, ফ্রেঞ্চ, পর্তুগিজ, হিন্দি, কোরিয়ান ইত্যাদি ভাষায় ডাবিং করতে পারে। তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৭৩ দশমিক ৬ মিলিয়ন এবং চ্যানেলের বাজারমূল্য ২০ মিলিয়ন ডলার।
লোগান পল
লোগান একজন অভিনেতা ও বক্সার। তিনি ২০১৫ সালে ভ্লগিং শুরু করেন। তিনি 'ল অ্যান্ড অর্ডার' নামক টিভি সিরিজেও কাজ করেছেন। তার সাবস্ক্রাইবার সংখ্যা ২২ মিলিয়ন এবং চ্যানেলের মূল্য ১৯ মিলিয়ন ডলার।
-
সূত্র: গালফ নিউজ