ভারতীয় ব্যবসায়ীদের মালিকানাধীন ৫ বিখ্যাত ব্র্যান্ড
টুইটারের নতুন সিইও, ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল থেকে শুরু করে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডে নিজেদের প্রভাব বিস্তার করেছে ভারতীয়রা।
দেখে নেওয়া যাক ভারতীয় ব্যবসায়ীদের মালিকানাধীন ৫টি বিখ্যাত বিদেশি ব্র্যান্ড।
মুকেশ আম্বানির মালিকানাধীন হ্যামলেস
২০১৯ এর জুলাইয়ে মুকেশ আম্বানির রিলায়েন্স একটি ব্রিটিশ খেলনা বিক্রেতা প্রতিষ্ঠান হ্যামলেসকে কিনে নেয়। বাচ্চাদের প্রিয় খেলনার দোকান এখন একটি ভারতীয় ব্র্যান্ডের মালিকানাধীন।
আইশার মোটরসের মালিকানাধীন রয়্যাল এনফিল্ড
অন্যান্য ব্র্যান্ডের মতো, রয়্যাল এনফিল্ডও বেশ কয়েকবার মালিকানা পরিবর্তন করেছে। ১৯০১ সালে দ্য এনফিল্ড সাইকেল কোম্পানি দিয়ে যাত্রা শুরু করা রয়্যাল এনফিল্ড এখন ভারতীয় মাল্টিন্যাশনাল কোম্পানি আইশার মোটরস লিমিটেডের মালিকানাধীন।
টাটার মালিকানাধীন জাগুয়ার
ব্রিটিশ ব্র্যান্ড জাগুয়ার ১৯২০ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয়। বেশ কয়েকবার মালিকানা পরিবর্তন করে কোম্পানিটি। ২০০৮ সালে ফোর্ড মোটর কোম্পানি থেকে ২.৩ বিলিয়ন ডলারে জাগুয়ারকে কিনে নেয় রতন টাটার টাটা মোটরস।
টাটার মালিকানাধীন রেঞ্জ রোভার
১৯৭০ সালে ব্রিটিশ লেল্যান্ডের মাধ্যমে যাত্রা শুরু করে রেঞ্জ রোভার। ২০০৮ এ জাগুয়ার এবং ল্যান্ড রোভারকে কিনে নেয় টাটা মোটরস।
মুকেশ আম্বানির আংশিক মালিকানাধীন নিউ ইয়র্কের ম্যান্ডারিন ওরিয়েন্টাল
মুকেশ আম্বানির রিলায়েন্স ইনসুট্রিড লিমিটেড ম্যান্ডারিন ওরিয়েন্টাল নিউইয়র্কের ৭৩.৩৭ শতাংশ শেয়ার কিনে নিয়েছে। বিলাসবহুল এই হোটেল প্রধানত রিলায়েন্স ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্টস অ্যান্ড হোল্ডিংস লিমিটেড এর মালিকানাধীন।
- সূত্র: স্কুপহুপ